• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শিক্ষক নিয়োগের আবেদন ফি কমানোর পরামর্শ শিক্ষা সচিবের

আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৩
Education Secretary. Mahbub Hossain.
শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের বেসরকারি শিক্ষক নিয়োগের আবেদন ফি কমানো উচিত। চাকরি প্রার্থীদের ওপর চাপ যাতে না পড়ে সেই দিকে দৃষ্টি দিতে হবে। এমন পরামর্শ দিয়েছেন শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন।

বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সঙ্গে অনলাইন আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।

মাহবুব হোসেন বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা বর্তমান সরকারের লক্ষ্য। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান ধরে রাখতে মানসম্মত শিক্ষক নিয়োগের বিকল্প নেই। এ কারণে মেধাবিদের শিক্ষকতা পেশায় আনতে আবেদন ফিসহ সকল ফি কমানোর পরামর্শ দিয়েছেন তিনি।

---------------------------------------------------------------
আরও পড়ুন: সকালে গণভবনের লেকে ছিপ দিয়ে মাছ ধরি: প্রধানমন্ত্রী
---------------------------------------------------------------

জানা গেছে, দ্বিতীয় দফায় শিক্ষক নিয়োগে প্রার্থীদের কাছ থেকে প্রতিটি প্রতিষ্ঠানে আবেদনের জন্য ১৮০ টাকা করে ফি আদায় করেছে এনটিআরসিএ। এ সময় একাধিক আবেদন করতে প্রার্থীদের অনেক টাকা খরচ হয়। যা বেকারদের খুবই কষ্টদায়ক। তাই শিক্ষক নিয়োগের আবেদন ফি কমানোর দাবি জানিয়েছিলেন প্রার্থীরা।

এদিকে মঙ্গলবার এনটিআরসিএর কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের মতবিনিময় করেন শিক্ষা সচিব। মতবিনিময়কালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, শিক্ষক নিয়োগের আবেদন করতে বেকারদের ওপর যাতে কোনো চাপ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। আশা করি বিষয়টি আপনারা দেখবেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিকের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার, মানতে হবে যেসব সতর্কতা
গণবিজ্ঞপ্তির আগেই বদলির প্রজ্ঞাপনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
স্কুলের গাছ বিক্রি করে প্রধান শিক্ষক কারাগারে
আসছে এনটিআরসিএ’র ৫ম গণবিজ্ঞপ্তি, নিয়োগ হতে পারে লক্ষাধিক শিক্ষক
X
Fresh