• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মসজিদে বিস্ফোরণে মারাত্মক দগ্ধ ৮ জনের অবস্থা অপরিবর্তিত (ভিডিও)

আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৫

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় মসজিদের বিস্ফোরণে মারাত্মক দগ্ধ ৮ জনের অবস্থার এখনো কোনও উন্নতি হয়নি। সবাই শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে। এদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটসহ সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

বুধবার সাংবাদিকদের তিনি বলেন, চিকিৎসাধীন সবারই যেহেতু শ্বাসনালী পুড়ে গেছে সেহেতু কার কত শতাংশ পুড়েছে সেটা ততোটা গুরুত্বপূর্ণ নয়।

ডা. সামন্ত লাল সেন জানান, শ্বাসনালী পোড়া কেউই শঙ্কামুক্ত থাকেন না।

গেল শুক্রবার মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৩৭ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ২৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের চিকিৎসা চলছে। আর একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে আহত ও নিহতের মধ্যে বেশিরভাগই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি-গার্মেন্টস কর্মী ও নিম্নআয়ের মানুষ। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেক পরিবার বাকরুদ্ধ। যারা আহত হয়ে বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন তাদের অনেকের পরিবারের আর্থিক সামর্থ নেই এই চিকিৎসার ব্যয়ভার বহন করার। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিহতদের ২০ হাজার টাকা করে দেয়া হয়।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
নারায়ণগঞ্জে ব্যাটারি কারখানায় আগুন
ঘর ছাড়লো বিটিএসভক্ত দাখিল পাস ছাত্রী
নারায়ণগঞ্জে শিশুকে শ্বাসরোধে হত্যা
X
Fresh