• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রমনা পার্ক জনসাধারণের জন্য খুলে দিতে হাইকোর্টে রিট

আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৭
রমনা পার্ক জনসাধারণের জন্য খুলে দিতে হাইকোর্টে রিট
রমনা পার্ক ।। ফাইল ছবি

রাজধানীর রমনা পার্ক ২৪ ঘণ্টার মধ্যে জনসাধারণের জন্য খুলে দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। এছাড়া রমনা পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিটে গণপূর্ত সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটটি আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে। চলতি সপ্তাহে এর ওপর শুনানি হতে পারে।

ইউনুছ আলী আকন্দ জানান, গেল ৬ সেপ্টেম্বর রমনা পার্ক খুলে দিতে গণপূর্ত সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশের জবাব না পেয়ে এ রিট করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh