• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মসজিদে বিস্ফোরণ: আহত একজনকে হাসপাতাল থেকে প্রথম ছাড়পত্র প্রদান

আরটিভি নিউজ

  ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৪
Narayanganj
ছবিঃ সংগ্রহীত

নারায়ণগঞ্জের বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মামুন (৩০) ছাড়পত্র পেয়েছেন।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আজ সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয় তাকে। তার শরীরের ১৫ শতাংশ পোড়া ছিল। এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৯ জন।

গেলো শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়নগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৫০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়াহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ ঘটনায় তিতাসের ৮ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
নারায়ণগঞ্জে ব্যাটারি কারখানায় আগুন
ঘর ছাড়লো বিটিএসভক্ত দাখিল পাস ছাত্রী
নারায়ণগঞ্জে শিশুকে শ্বাসরোধে হত্যা
X
Fresh