• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিএনপির নিবন্ধন বাতিল হলে কারোই থাকবে না

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ মার্চ ২০১৭, ১৫:৩৩

রাজনৈতিক দল হিসেবে বিএনপির নিবন্ধন বাতিল হলে কোনো দলেরই নিবন্ধন থাকবে না। বললেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মোশাররফ বলেন, নিবন্ধন নিয়ে ভয়ে কোনো ফাঁদে পা দিবে না বিএনপি। টানা দুটি নির্বাচন বয়কট করলে নিবন্ধন বাতিলের বিধান থাকলেও সরকারের সে চিন্তা বাদ দেয়া উচিৎ।

তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেই বিএনপি নির্বাচনে যাবে। সেখানে নিবন্ধন বাতিলের প্রশ্ন উঠবে না। সরকার যদি সেই পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দেয় তা হলে তাদের দায়ী থাকতে হবে। বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু তা হতে হবে অংশগ্রহণমূলক, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন।

বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলোর তথ্য, উপাত্ত ও যুক্তি নেই। এসব মামলার সবটাই বানোয়াট ও মিথ্যা। কোনো মামলায় অভিযোগ প্রমাণ করতে পারবে না।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh