• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কারফিউ ভঙ্গ করে এদিনও বিক্ষোভ করে স্বাধীনতাকামী মানুষ

অনলাইন ডেস্ক
  ০৩ মার্চ ২০১৭, ১০:০২

একাত্তরের তেসরা মার্চ। কারফিউ ভঙ্গ করে এদিনও স্বাধীনতাকামী মানুষ ঢাকায় বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় পাকিস্তানি সেনারা। এতে বিভিন্নস্থানে ২০ জন শাহাদাত বরণ করেন।

মৌচাক মোড়ে সেনাদের গুলিতে শাহাদত বরণ করেন ছাত্রনেতা ফারুক ইকবাল। চট্টগ্রাম, সিলেট ও রংপুরে এদিন কারফিউ জারি করা হয়। কিন্তু দমানো যায়নি বিক্ষোভকারীদের।

এদিন পল্টন ময়দানে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সামরিক শাসকদের ব্যারাকে ফিরে যাবার আহ্বান জানান।

তিনি বলেন, গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নইলে বাংলার মানুষ সরকারকে কোনো রকম সহযোগিতা করবে না। কর-খাজনা বন্ধ করে দেবে। স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা শাহজাহান সিরাজ ওই জনসভায় স্বাধীনতার ইশতেহার পাঠ করেন।

ন্যাশনাল আওয়ামী পার্টির প্রধান মওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কাছে একটি তারবার্তা পাঠান। এতে তিনি সরেজমিনে বাংলার অবস্থা দেখে যাবার আহ্বান জানান। পরিস্থিতি সামাল দেয়ার জন্য ইয়াহিয়া খান আলোচনার প্রস্তাব দেন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh