• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

কথায় কথায় দাম বাড়ানো জনগণ মানবে না

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ মার্চ ২০১৭, ২১:১৩

অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। কথায় কথায় দাম বাড়ানো জনগণ মানবে না। হরতালে জনগণের স্বতস্ফুর্ত সাড়া সরকারকে সে বার্তাই দিয়েছে। দাম বৃদ্ধির প্রক্রিয়া থেকে সরে আসতে সরকারকে বাধ্য করা হবে। গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। বললেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

বৃহস্পতিবার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল(বাসদ) এর ডাকে ১-১৪ মার্চ দেশব্যাপী প্রতিরোধ পক্ষের কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

সেলিম বলেন, গ্যাসের দাম বৃদ্ধির ক্ষেত্রে আইন অমান্য করা হয়েছে। সেটা হাইকোর্টের রায়ে পরিষ্কার হয়ে গেছে। দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনে ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়বে। গ্যাসের পর বিদ্যুতের দাম বাড়ানোর হুমকি দেয়া হয়েছে। আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে সমুচিত জবাব দেয়া হবে।

আসছে ১৫ মার্চ সিপিবি-বাসদের ডাকে জ্বালানী মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি সফল করার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

শঙ্কর আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, সিপিবি নেতা ডা. সাজেদুল হক রুবেল, ছাত্র ইউনিয়নের এইচআই হামজাসহ আরো অনেকে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh