• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সেপ্টেম্বরের শেষে ফের বন্যার শঙ্কা: বন্যা পূর্বাভাস কেন্দ্র

আরটিভি নিউজ

  ২২ আগস্ট ২০২০, ২২:০৮
Fear of floods again at the end of September: Flood Forecast Center

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশে আগামী ১৫ দিনের মধ্যে নতুন করে বন্যার সম্ভাবনা নেই। তবে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শেষের দিকে নতুন করে বন্যা হতে পারে।

শনিবার (২২ আগস্ট) রাতে আরটিভি নিউজকে বিষয়টি জানিয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, ‘দেশের অভ্যন্তরে এখন বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। তবে দেশের ভেতরের বৃষ্টি জলাবদ্ধতা তৈরি করে কিন্তু বন্যা তৈরি করে না। সাধারণত ভারতের ভারী বৃষ্টির কারণে দেশে বন্যা হয়ে থাকে।’

তিনি আরও বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে দেশে বন্যার কোনো সম্ভাবনা নেই। তবে সামনে বন্যা তৈরির সম্ভাবনা আছে। সেটা সেপ্টেম্বরের মাঝামাঝি কিংবা শেষের দিকে। এখন উজানে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সেক্ষেত্রে পরিস্থিতি এখন উন্নতির দিকেই থাকবে। অবনতির সম্ভাবনা নেই।’

উল্লেখ্য, এবার দীর্ঘমেয়াদি বন্যার কবলে পড়েছে বাংলাদেশ। ২০০৪ সালের আগে এ রকম দীর্ঘমেয়াদি বন্যা হয়েছিল ১৯৯৮ ও ১৯৮৮ সালে। এরপর এত দীর্ঘমেয়াদি বন্যা আর হয়নি।

আরও পড়ুন: উপকূলে জলোচ্ছ্বাস, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কবার্তা

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh