• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জবাবদিহিতা নেই বলেই গ্যাসের দাম বৃদ্ধি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ মার্চ ২০১৭, ১৩:৪০

সরকারের জবাবদিহিতা নেই বলেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে দু’ ঘন্টার অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন বলেই গ্যাসের দাম বাড়ানোর মত গণবিরোধী সিদ্ধান্ত নিতে পেরেছে। জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলে কখনও এমন অযৌক্তিক সিদ্ধান্ত নিতে পারত না।

তিনি বলেন, বর্তমান সরকারের কোনো নৈতিক ভিত্তি নেই। এ সরকার দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। আর সেই জন্যে সাধারণ মানুষের মতামতের কোনো মূল্য নেই।

মির্জা ফখরুল বলেন, সরকার নিজেদের পকেট ভারী করতে গ্যাসের অতিরিক্ত দাম সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। অবিলম্বে বাড়তি এ দাম প্রত্যাহার করতে হবে। না হলে জনগণের অধিকার আদায়ে বিএনপি কঠোর কর্মসূচি দেবে।

এইচটি/ এমকে

  • গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh