• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আবুধাবিতে ফ্লাইট সংখ্যা কমিয়েছে বিমান

আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২০, ১৫:২৯
biman bangladesh airlines  abu dhabi
ছবি- সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশি কর্মীদের গ্রহণ না করায় সেখানে ফ্লাইট সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিমানের পক্ষ থেকে বলা হয়, ‘এমপ্লয়মেন্ট ভিসাধারী যাত্রীদের বর্তমানে আবুধাবি কর্তৃপক্ষ গ্রহণ করছে না। তাই বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃক আপাতত এমপ্লয়মেন্ট ভিসাধারী আবুধাবিগামী যাত্রীদের পরিবহন করা সম্ভব হচ্ছে না।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রী কমে যাওয়ায় বিমান ৩১ অগাস্ট পর্যন্ত সপ্তাহে ছয়টির পরিবর্তে দুটি ফ্লাইট পরিচালনা করবে তারা।

এতে বলা হয়, ‘ভবিষ্যতে আবুধাবি কর্তৃপক্ষ এমপ্লয়মেন্ট ভিসাধারীদের গ্রহণে সম্মত হলে বিমান পুনরায় যাত্রী পরিবহন শুরু করবে।’

গেল রোববার আবুধাবির উদ্দেশে ঢাকা ছাড়ে ২২০ বাংলাদেশি নাগরিক। কিন্তু দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ এদের মধ্যে ৬৮ জন প্রবাসীকে প্রবেশ করতে না দিয়ে দেশে পাঠিয়ে দেয়।

পরদিন সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ৬৮ জন প্রবাসী ঢাকায় ফিরে আসে। আবুধাবিতে পৌঁছালেও তাদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ছিল না। এদের মধ্যে ছয় জন রোববার রাতে ঢাকা ত্যাগ করেছিলেন, আর বাকিরা গিয়েছিলেন শুক্রবার।

আরও পড়ুন : চলতি বছরে কেন্দ্রীয়ভাবে পিইসি পরীক্ষা না নেয়ার প্রস্তাব

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ হাজারের বেশি ওয়েবসাইট ডাউন, যা জানাল বিটিসিএল
দেশে ফিরলেন রাষ্ট্রপতি
কোটি টাকার স্বর্ণসহ নারী চোরাকারবারি আটক
ডব্লিউটিও সম্মেলন সোমবার, কী চায় বাংলাদেশ? 
X
Fresh