• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

স্বপ্ননগরের ফ্ল্যাট হস্তান্তর আগামি বছর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ মার্চ ২০১৭, ২১:১৯

আসছে বছর স্বপ্ননগরে নির্মাণাধীন এপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট গ্রাহকদের কাছে হস্তান্তর করা হবে। এজন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে দ্রুত কাজ শেষ করতে হবে। একইসঙ্গে কাজের গুণগত মানের বিষয়ে সজাগ থাকতে হবে। বললেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বুধবার মিরপুর ৯ নম্বর সেকশনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নির্মাণাধীন 'স্বপ্ননগর' এপার্টমেন্ট প্রকল্প দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময়ে স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন সরকার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ মিরপুর ৯ নম্বর সেকশনে স্বপ্ননগর আবাসিক ফ্ল্যাট তৈরি প্রকল্পে ১০টি বহুতল ভবনে ৮৭৮ বর্গফুট, ১৩৩৮ বর্গফুট ও ১৫৪৫ বর্গফুট আয়তনের মোট ১০৪০টি ফ্ল্যাট তৈরি করছে। কাজের অগ্রগতি ও গুণগতমান দেখে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

এ সময়ে মন্ত্রী স্বপ্ননগরের দ্বিতীয় পর্যায়ের কাজও দ্রুত শুরু করার তাগিদ দেন। একই এলাকায় দ্বিতীয় পর্যায়ে আরো ১৫৬০টি ফ্ল্যাট তৈরি করা হচ্ছে।

এইচএম/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh