• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গাদের মানবিক দিক বিবেচনা করা হচ্ছে

অনলাইন ডেস্ক
  ০১ মার্চ ২০১৭, ১৯:৫৭

রোহিঙ্গাদের মানবিক দিক বিবেচনা করে তাদের টেঙ্গারচরে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১মার্চ) বিকেলে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবিরের আনসার ক্যাম্প থেকে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার এবং হামলার মূল হোতাদের গ্রেপ্তারের মধ্যদিয়ে অভিযান শেষ করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

এসময় র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ও বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান উপস্থিত ছিলেন।

গেলো মঙ্গলবার সন্ধ্যায় উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প থেকে ঘটনার অন্যতম হোতা ও আনসার ক্যাম্প কমান্ডার পিসি আলী হোসেনকে হত্যাকারী রোহিঙ্গা ডাকাত নুর আলমকে আটক করে র‌্যাব-৭।

এরপর তাকে নিয়ে বান্দরবানের গহীন অরণ্যে অভিযান চালিয়ে আনসার ক্যাম্পের লুট হওয়া অস্ত্রের বাকি ৬টি উদ্ধার করা হয়।

২০১৬ সালের ১২মে কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে আনসার বাহিনীর শালবন ব্যারাকে গভীর রাতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। এতে আনসার কমান্ডার পিসি আলী হোসেনকে নৃশংসভাবে হত্যা করে তারা। রোহিঙ্গারা ব্যারাক থেকে ১১টি অস্ত্র ও ৬৪০ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh