• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

মারা গেলেন আহত বাসচালক শাহিন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ মার্চ ২০১৭, ১৯:৫৯

ঢাকা মেডিক‌্যালে মারা গেছেন বাসচালক শাহিন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সকালে রাজধানীর গাবতলীতে ধর্মঘট চলাকালে পুলিশ-শ্রমিক সংঘর্ষে তিনি আহত হয়েছিলেন। পরে তাকে ঢাকা মেডিক্যালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছিল।

চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর সড়ক দুর্ঘটনায় নিহত হবার ঘটনায় বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার প্রতিবাদে মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা। শ্রমিকরা ধর্মঘট পালনকালে গাবতলী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়।

বুধবার দুপুর তিনটার দিকে ধর্মঘট প্রত্যাহার করে শ্রমিকদের 'কাজে ফেরার' আহ্বান জানান নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

এরপরই স্বাভাবিক হয়ে আসে রাজধানীসহ সারাদেশ।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh