• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মৃত্যুহার কমায় করোনা ব্রিফিং বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি নিউজ

  ১৩ আগস্ট ২০২০, ১৫:৪৫
Zahid Maleque
জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুহার কমে এসেছে। তাই সরাসরি ব্রিফিং না করে, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে করোনা সংক্রান্ত তথ্য জানানোর ব্যবস্থা নেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ সংক্রান্ত এক সভা শেষে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেপ্টেম্বরে বেশ কয়েকটি সরকারি হাসপাতাল করোনার জন্য চিহ্নিত করে বাকি হাসপাতাল অন্যান্য রোগের চিকিৎসার জন্য নির্ধারণ করা হবে।

ক্যানসারের চিকিৎসায় দেশের প্রতিটি বিভাগে ৩০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। সেখানে ক্যানসার, কিডনি ও হৃদরোগেরও চিকিৎসা হবে।

জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী কিছুদিন আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকে আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন।

ক্যানসার, হৃদরোগ ও কিডনি বিশেষজ্ঞ তৈরিতে উচ্চতর শিক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ফলে চিকিৎসার জন্য বিদেশ নির্ভরতা কমবে।

মঙ্গলবার গেল পাঁচ মাস ধরে চলা করোনা বিষয়ক অনলাইন বুলেটিন বন্ধ ঘোষণা দেয়া হয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানিকগঞ্জ-৩ আসনে ফের জাহিদ মালেকের জয়
X
Fresh