logo
  • ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১ আশ্বিন ১৪২৭

২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৩ জন, আক্রান্ত ২৯৯৬ 

  আরটিভি নিউজ

|  ১১ আগস্ট ২০২০, ১৪:৩২ | আপডেট : ১১ আগস্ট ২০২০, ১৬:৩০
Professor Dr. Nasima Sultana.
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ২৯৯৬ জন। শনাক্তের হার ২০ দশমিক ২২ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬৩ হাজার ৫১৩ জনে। এদিকে আরও ১৫৩৫ সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১ লাখ ৫১ হাজার ৯৭২ জন সুস্থ হলেন। গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৩ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৪৭১ জন।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গেল ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৮, নারী ৫ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট ২৭৪৯ জন পুরুষ মারা গেছেন, নারী মারা গেছেন ৭২২ জন। শনাক্ত বিবেচনায় ৭৯ দশমিক ২০ শতাংশ পুরুষ, ২০ দশমিক ৮০ শতাংশ নারী মারা গেছেন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৭ শতাংশ। মৃতের হার ১ দশমিক ৩২ শতাংশ।

ডা. নাসিমা সুলতানা জানান, দেশে মোট মৃতদের মধ্যে ঢাকা বিভাগে আছেন ১৬৫৪ জন, চট্টগ্রামে ৮১৬, রাজশাহীতে ২২৬, খুলনায় ২৬৮, বরিশালে ১৩৪ জন, সিলেটে ১৫৮, রংপুরে ১৩৯ জন, ময়মনসিংহে ৭৬ জন মারা গেছেন। 

দেশে মোট মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ০ থেকে ১০ বছরের মধ্যে ১৯ জন, ১১ থেকে ২০ বছর বয়সী বছরের মধ্যে ৩৪ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী বছরের মধ্যে ৯০ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী বছরের মধ্যে ২২৪ জন,  ৪১ থেকে ৫০ বছর বয়সী বছরের মধ্যে ৪৭৬ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী বছরের মধ্যে ৯৮৬ জন, ৬০ বছরের বেশি বয়স্ক বছরের মধ্যে ১৬৪২ জন মারা গেছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে সংখ্যা লাফিয়ে বাড়ছে। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

জিএ 

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়