• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

জামিনের পর মুক্তি পেলেন শিপ্রা দেবনাথ

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ আগস্ট ২০২০, ১৬:১৫
Shipra Debnath was released on bail
শিপ্রা রানী দেবনাথ

জামিনের পর মুক্তি পেলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী শিপ্রা রানী দেবনাথ। এর আগে আজ দুপুরে শিপ্রা দেবনাথের জামিন আদালত মঞ্জুর করলে কারাগার থেকে মুক্তি পান তিনি।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন শিপ্রা দেবনাথের আইনজীবী আবুল কালাম আজাদ।

তিনি বলেছেন, ‘নারী বিবেচনায় মামলার প্রতিবেদন না দেয়া পর্যন্ত তাকে (শিপ্রাকে) জামিন দিয়েছেন আদালত।’

এদিকে, একই ঘটনায় পুলিশের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাহেদুল ইসলাম সিফাতের জামিনের আবেদনের শুনানি সোমবার হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে এই ঘটনার পর পুলিশের করা মামলায় গ্রেপ্তার করে কক্সবাজার কারাগারে পাটানো হয় বেসরকারি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথকে। সাহেদুল ইসলাম সিফাতের বিরুদ্ধে দুটি মামলা এবং শিপ্রা দেবনাথের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে পুলিশ।

নিহত সিনহা মো. রাশেদ খানের সঙ্গে কক্সবাজারে ডকুমেন্টারি তৈরির কাজ করছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির তিনজন শিক্ষার্থী শিপ্রা দেবনাথ, সাহেদুল ইসলাম সিফাত ও তাহসিন রিফাত নূর।

এদের মধ্যে তাহসিন রিফাত নূরকে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

সি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh