• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মঙ্গলবারের গুরুত্বপূর্ণ সংবাদ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৫৪

  • গাবতলী বাস টার্মিনালে পুলিশের রেকারে আগুন দিয়েছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
  • পরিবহন ধর্মঘট চালিয়ে যাবার ঘোষণা দিলেন বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম।
  • পরিবহন শ্রমিকদের ধর্মঘট দুঃখজনক বলে মন্তব্য করলেন আইনমন্ত্রী আনিসুল হক।
  • আমি ক্ষমতায় থাকার সময় পরিবহন ড্রাইভারের অবহেলার কারণে কোনো মানুষের মৃত্যু হলে মৃত্যুদণ্ডের বিধান করেছিলাম। পরবর্তীতে সে আইন রাখতে পারে নাই। বর্তমান আইনে রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
  • গ্যাসের দাম বাড়ানোর সবশেষ বিজ্ঞপ্তি কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জুন থেকে দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করেন আদালত।

    প্রথম দফায় অযৌক্তিকভাবে গ্যাসের দাম বৃদ্ধিতে জনগণের পকেট কাটা যাবে। মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
  • গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সিপিবি ও বাসদসহ বাম দলগুলোর ডাকে রাজধানীতে আধাবেলার হরতাল পালিত।
  • বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গেলো পাঁচ বছরে ৬৬ হাজার ১৪ জন পুলিশ সদস্যকে শাস্তি দেয়া হয়েছে।
  • নির্বাচন কমিশনার সাংবিধানিক দায়িত্ব। কাজের মাধ্যমে নিজেদের নিরপেক্ষতার প্রমাণ দেবো। বললেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।
  • এবারের বই মেলায় ৬৫ কোটি ৪০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। এর মধ্যে বাংলা একাডেমি বিক্রি করেছে ১ কোটি ৫৪ লাখ টাকার বই। মঙ্গলবার মেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করা হয়।
  • ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। ৪৬ বছরে এটা কোন সৌদি বাদশাহের প্রথম ইন্দোনেশিয়া সফর। তার এ সফর নিয়ে ব্যাপক আলোচনা চলছে গণমাধ্যমে।
  • শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেলো চট্টগ্রাম আবাহনী। এর আগে গ্রুপপর্ব থেকেই বাদ পড়েছিল ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডান। সুতরাং এই টুর্নামেন্টের ফাইনালে থাকছে না বাংলাদেশের প্রতিনিধিত্ব।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh