logo
  • ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১ আশ্বিন ১৪২৭

দেশের কোন জেলায় আক্রান্ত কত?

  আরটিভি নিউজ

|  ০৭ আগস্ট ২০২০, ১৭:২৫ | আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১৭:৫৯
How many are affected in any district of the country?
দেশের কোন জেলায় আক্রান্ত কত?
প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছেই না। আক্রান্ত ও মৃতের সংখ্যা রাজধানী ঢাকাতেই সবচেয়ে বেশি। দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৫১ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫২ হাজার ৫০২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৭৬০ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৫৮৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৭ জন। দেশে করোনায় মোট মারা গেছেন ৩ হাজার ৩৩৩ জন। 

আজ শুক্রবার (৭ আগস্ট) দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪০ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।

ডা. নাসিমা সুলতানা আরও বলেন, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী তিনজন। ২৬ জন হাসপাতালে ও একজন বাসায় মারা গেছেন। এদের মধ্যে চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন, ষাটোর্ধ্ব ১২ জন, সত্তরোর্ধ্ব চারজন এবং ৮০ বছরের বেশি বয়সী একজন ছিলেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের ছিলেন ১৩ জন, চট্টগ্রাম বিভাগের তিনজন, রংপুর বিভাগের দুইজন, খুলনা বিভাগের পাঁচজন, রাজশাহী বিভাগের তিনজন এবং বরিশাল বিভাগের ছিলেন একজন। এ পর্যন্ত মৃতদের মধ্যে দুই হাজার ৬৩০ জন পুরুষ (৭৮ দশমিক ৯১ শতাংশ) এবং ৭০৩ জন নারী (২১ দশমিক ০৯ শতাংশ)।

---------------------------------------------------------------
আরও পড়ুন: রাজধানীর কোন এলাকায় আক্রান্ত কতজন
---------------------------------------------------------------

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা হলো- ঢাকা ৫২,২৯৮, চট্টগ্রাম ১৪,৭৪৬, নারায়ণগঞ্জ ৫,৯৮২, কুমিল্লা ৫,৬৭৯, বগুড়া ৫,০৪৯, ফরিদপুর ৪,৮১১, খুলনা ৪,৫৫৩, সিলেট ৪,৪৩৪, গাজীপুর ৪,৩০৪, কক্সবাজার ৩,৪৭৩, রাজশাহী ৩,৪১৭, নোয়াখালী ৩,৩৪৬, মুন্সীগঞ্জ ৩,১২৬, ময়মনসিংহ ২,৭৭৯, বরিশাল ২,৪৭৯, কিশোরগঞ্জ ২,০৯১, যশোর ২,০২২, ব্রাহ্মণবাড়িয়া ১,৯৫১, নরসিংদী ১,৯৩৯, চাঁদপুর ১,৮৭৫, কুষ্টিয়া ১,৮৪১, দিনাজপুর ১,৭৮৭, টাঙ্গাইল ১,৭৪২, রংপুর ১,৭৩৬, গোপালগঞ্জ ১,৬২০, সুনামগঞ্জ ১,৫৩৩, সিরাজগঞ্জ ১,৫১৯, লক্ষ্মীপুর ১,৪৭২, ফেনী ১,৩৬০, রাজবাড়ী ১,৩৫১, হবিগঞ্জ ১,২১৪, মাদারীপুর ১,১৫২, পটুয়াখালী ১,০৫৫, ঝিনাইদহ ১,০৫২, মৌলভীবাজার ১,০১০, শরীয়তপুর ৯৮৬, নওগাঁ ৯৬০, জামালপুর ৯৫৮, মানিকগঞ্জ ৯০৬, পাবনা ৮৫২, নড়াইল ৮৫১, সাতক্ষীরা ৭৮০, চুয়াডাঙা ৭৫৯, পিরোজপুর ৭৩৯, নীলফামারী ৬৮০, গাইবান্ধা ৬৭১, জয়পুরহাট ৬৬৫, বরগুনা ৬৫৭, রাঙ্গামাটি ৬৫৭, নেত্রকোনা ৬৪১, বাগেরহাট ৬৩৭, বান্দরবান ৫৮২, ভোলা ৫৪৫, নাটোর ৫৪৪, খাগড়াছড়ি ৫৩২, কুড়িগ্রাম ৫২৯, চাঁপাইনবাবগঞ্জ ৫১৬, ঝালকাঠী ৪৯৩, ঠাকুরগাঁও ৪২৭, লালমনিরহাট ৪১৯, পঞ্চগড় ৩৪৫, শেরপুর ৩২১ ও মেহেরপুর ২১৯ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।


পি
 

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়