• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ডা. সাবরিনা ও স্বামী আরিফুলসহ ৬ জনের বিরুদ্ধে বুধবার চার্জশিট : ডিবি (ভিডিও)

আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২০, ২১:৪০

করোনা পরীক্ষায় প্রতারণার অভিযোগে অভিযুক্ত জেকেজির বিরুদ্ধে আগামীকাল বুধবার আদালতে অভিযোগপত্র জমা দেবে গোয়েন্দা পুলিশ। ডা. সাবরিনাসহ এ মামলায় ৬ জনের বিরুদ্ধে সরাসরি প্রতারণায় জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

গেল ১২ জুলাই ডা. সাবরিনাকে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে জেকেজির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জেকেজির সঙ্গে সম্পৃকতসহ কোনও বিষয়েই সদুত্তর দিতে না পারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে গত ২৩ জুন করোনার ভুয়া সনদ দেয়া জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ডা. সাবরিনার স্বামী আরিফুলসহ ছয়জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। এরপর কয়েক দফা রিমান্ড এবং এক মাস ১৩ দিন তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিতে যাচ্ছে পুলিশ।

এ ঘটনায় ৬ জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। অভিযোগ প্রমাণিত হলে এদের সাত বছর করে সাজা হতে পারে বলে জানান পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh