• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫০ আক্রান্ত ১৯১৮ (ভিডিও)

আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২০, ১৪:৩২

দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৯১৮ জন এবং মারা গেছেন ৫০ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ২৩৪ জনে। গেল ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৪৪, নারী ৬ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট ২৫৪৯ জন পুরুষ মারা গেছেন, নারী মারা গেছেন ৬৮৫ জন। মৃতের হার ১ দশমিক ৩৩ শতাংশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, শনাক্তের হার ২৪ দশমিক ৮৭ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ৩১ শতাংশ। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৪৪ হাজার ২০ জনে। এদিকে আরও ১৯৫৫ সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট এক লাখ ৩৯ হাজার ২৫৩ জন সুস্থ হলেন। সুস্থতার হার ৫৭ দশমিক ৩১ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে সংখ্যা লাফিয়ে বাড়ছে। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
জিএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত জোড়া কচ্ছপ
দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
X
Fresh