logo
  • ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২০, ৩১ শ্রাবণ ১৪২৭

দেশে করোনায় মৃত ২৪৬২ জন পুরুষ, নারী  ৬৭০

আরটিভি নিউজ
|  ০১ আগস্ট ২০২০, ১৫:০২ | আপডেট : ০২ আগস্ট ২০২০, ১৪:৪৮
Professor Dr. Nasima Sultana.
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
করোনাভাইরাস নিয়ে বাংলাদেশে উদ্বেগ কমছে না। গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ১৩২ জনে। গেল ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৬, নারী ৫ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট ২৪৬২ জন পুরুষ মারা গেছেন, নারী মারা গেছেন ৬৭০ জন। শনাক্ত বিবেচনায় ৭৮ দশমিক ৬১ শতাংশ পুরুষ, ২১ দশমিক ৩৯ শতাংশ নারী মারা গেছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, দেশে মোট মৃতদের মধ্যে ঢাকা বিভাগে আছেন ১৪৯৭ জন, চট্টগ্রামে ৭৬২, রাজশাহীতে ১৮৬, খুলনায় ২২৬, বরিশালে ১২৪ জন, সিলেটে ১৫১, রংপুরে ১১৮ জন, ময়মনসিংহে ৬৮ জন মারা গেছেন।

দেশে মোট মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ০ থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, ১১ থেকে ২০ বছর বয়সী বছরের মধ্যে ৩২ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী বছরের মধ্যে ৮৭ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী বছরের মধ্যে ২০৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী বছরের মধ্যে ৪৩৮ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী বছরের মধ্যে ৯০১ জন, ৬০ বছরের বেশি বয়স্ক বছরের মধ্যে ১৪৫১ জন মারা গেছেন।

ডা. নাসিমা সুলতানা জানান, দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ১৯৯ জন। শনাক্তের হার ২৪ দশমিক ৯৮ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ২৩ শতাংশ। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৩৯ হাজার ৮৬০ জনে। এদিকে আরও ১১১৭ সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট এক লাখ ৩৬ হাজার ২৫৩ জন সুস্থ হলেন। সুস্থতার হার ৫৬ দশমিক ৮১ শতাংশ। মৃতের হার ১ দশমিক ৩১ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে সংখ্যা লাফিয়ে বাড়ছে। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

জিএ

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২০৬৬৪৯৮ ১৫৩০৮৯ ৩৫১৩
বিশ্ব ২০৫৫৩৩২৮ ১৩৪৬৫৬৪২ ৭৪৬৬৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়