logo
  • ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২০, ৩১ শ্রাবণ ১৪২৭

ট্রেনে করে ঢাকায় পৌঁছালো গরু

আরটিভি নিউজ
|  ২৯ জুলাই ২০২০, ১২:৩৭ | আপডেট : ২৯ জুলাই ২০২০, ১৪:৫৯
Railway station
ছবি: সংগৃহীত
অবশেষে দেশে দীর্ঘ ১৪ বছর পর মালবাহী ট্রেনে করে কোরবানির পশু পরিবহন করা হলো। জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে ২৫টি ওয়াগন (বগি) নিয়ে ঢাকার আসে ‘ক্যাটেল স্পেশাল’ নামে ট্রেনটি। প্রতি পশু (গরু) ঢাকায় পৌঁছাতে মাত্র পাঁচশত টাকা খরচ নিয়েছে রেল।  

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পশু পরিবহনের ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেয়। পথের মধ্যে ট্রেনটি জামালপুর, ময়মনসিংহসহ বেশ কয়েকটি স্টেশনে পশুদের ওঠানো হয়। 

বুধবার সকাল ৯টার দিকে পশুবাহী ট্রেন কমলাপুরে পৌঁছে।  জয়দেবপুর, টঙ্গী, তেজগাঁও এবং কমলাপুরে ট্রেন থেকে পশুগুলোকে নামানো হয়।

ইসলামপুর রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, ট্রেনের ব্রডগেজের একটি ওয়াগনে ১৬টি গরু নেয়া (পরিবহন) হয়েছে। প্রতিটি গরুর জন্য ভাড়া নেয়া হয়েছে ৫শ’ টাকা এবং প্রতিটি ওয়াগনে ১৬টি গরুর ভাড়া নেয়া হয়েছে ৮ হাজার টাকা। ইসলামপুরের পরের স্টেশন মেলান্দহ স্টেশন থেকে আরও ২টি ওয়াগন গরু নিয়ে মোট ১৭টি ওয়াগন ভর্তি করে এবং বাকি ৭টি ওয়াগন খালি নিয়ে সরাসরি ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে যায়।

এসএ/এসএস

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২০৬৬৪৯৮ ১৫৩০৮৯ ৩৫১৩
বিশ্ব ২০৫৫৩৩২৮ ১৩৪৬৫৬৪২ ৭৪৬৬৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়