• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কক্সবাজারে ফ্লাইট চালু হচ্ছে ৩০ জুলাই

আরটিভি নিউজ

  ২৮ জুলাই ২০২০, ১৯:৫৬
The flight to Cox's Bazar will start on July 30
ফাইল ছবি

আগামী ৩০ জুলাই থেকে কক্সবাজার রুটে ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় চার মাস বন্ধ ছিল কক্সবাজার রুটে ফ্লাইট।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে অনুমতির বিষয়ে এয়ারলাইন্সগুলোকে আনুষ্ঠানিকভাবে জানায় বেবিচক। তবে এয়ারলাইন্সগুলো কত তারিখ থেকে ফ্লাইট পরিচালনা করবে তা এখনও নিশ্চিত করে জানা যায়নি।

বেবিচক সূত্র জানায়, বিকেলে অনুমতি দিয়ে একটি আদেশ জারি করা হয়েছে। এয়ারলাইন্সগুলো নিজ নিজ পরিকল্পনা অনুযায়ী শিডিউল ঠিক করবে।

কোভিড-১৯ মহামারির কারণে ২৪ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বন্ধ করে বেবিচক। ১ জুন থেকে ধাপে ধাপে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট চলাচল শুরু হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হজযাত্রীদের টিকিট ভোগান্তি নিয়ে বিমানমন্ত্রীর হুঁশিয়ারি
লন্ডন-ঢাকা ফ্লাইটে আসন ফাঁকা নিয়ে ফেসবুক পোস্ট, প্রতিবাদ বিমানের
নারী দিবসে শুধু নারীদের দিয়ে বিমানের আন্তর্জাতিক ফ্লাইট
নারী দিবসে শুধু নারীদের দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালাবে বিমান
X
Fresh