• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

করোনায় কোন জেলায় আক্রান্ত কত?

আরটিভি নিউজ

  ২৮ জুলাই ২০২০, ১৬:১১
Corona is affected in any district?

দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৯৬০ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৫ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার। মারা যাওয়া ২৬ জন পুরুষ ও ৯ জন নারী। মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ২৯ হাজার ১৮৫।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

৮১টি পিসিআর-ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৭১৪টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ৩৭ হাজার ১৩১টি। নতুন পরীক্ষায় করোনা মিলেছে দুই হাজার ৯৬০ জনের মধ্যে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ২৯ হাজার ১৮৫ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন তিন হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৩১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ২৭ হাজার ৪১৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা হলো-ঢাকা ৫২,১৭৮, চট্টগ্রাম ১৩,৫০৩, নারায়ণগঞ্জ ৫,৮১১, বগুড়া ৪,৫৫৫, ফরিদপুর ৪,৪২৩, কুমিল্লা ৪,১৬৭, গাজীপুর ৪,০৩৯, খুলনা ৪,০১০, সিলেট ৩,৭৮৭, কক্সবাজার ৩,১৫৮, নোয়াখালী ২,৯৮৯, রাজশাহী ২,৬৫১, মুন্সীগঞ্জ ২,৫০৩, ময়মনসিংহ ২,০৫২, কিশোরগঞ্জ ১,৯৪৭, নরসিংদী ১,৮৪৮, বরিশাল ১,৬৮৬, চাঁদপুর ১,৬৮৩, যশোর ১,৬২৯, রংপুর ১,৫৩৯, ব্রাহ্মণবাড়িয়া ১,৫০৯, টাঙ্গাইল ১,৪৬৩, কুষ্টিয়া ১,৩৮০, গোপালগঞ্জ ১,৩৭৪, লক্ষ্মীপুর ১,৩১১, দিনাজপুর ১,৩০৮, সিরাজগঞ্জ ১,২৯৪, সুনামগঞ্জ ১,২৭৮, মাদারীপুর ১,১১২, রাজবাড়ী ১,০৭১, হবিগঞ্জ ১,০৫৫, ফেনী ১,০২৯, শরীয়তপুর ৯৯১, নওগাঁ ৯২১, পটুয়াখালী ৯০৫, মানিকগঞ্জ ৮৪০, মৌলভীবাজার ৮৩৯, পাবনা ৮২২, ঝিনাইদহ ৮০৯, জামালপুর ৭৬৮, জয়পুরহাট ৬৬৫, সাতক্ষীরা ৬৫৩, নড়াইল ৬২৫, নীলফামারী ৬০০, নেত্রকোনা ৬০০, গাইবান্ধা ৫৭৮, বাগেরহাট ৫৪১, চুয়াডাঙা ৫১১, বরগুনা ৫১১, রাঙ্গামাটি ৫১১, বান্দরবান ৫০৭, ভোলা ৪৮৭, চাঁপাইনবাবগঞ্জ ৪১৬, খাগড়াছড়ি ৪১৪, নাটোর ৩৯৭, কুড়িগ্রাম ৩৭৭, ঠাকুরগাঁও ৩০১, লালমনিরহাট ২৯৪, শেরপুর ২৬৭, ঝালকাঠী ২৪২, পঞ্চগড় ২৩৩, পিরোজপুর ২১৮ ও মেহেরপুর ১৫১ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র তাপপ্রবাহ, সতর্ক থাকতে মাইকিং
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
হিলিতে অতিরিক্ত গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা
X
Fresh