• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আমাদের কথা
‘আজ ও আগামীর’ স্লোগান নিয়ে ২০০৫ সালে যাত্রা শুরু করে আরটিভি। বর্তমানে বেসরকারি এ চ্যানেলটি দর্শকপ্রিয়তায় শীর্ষস্থানে । বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত বিনোদনমূলক অনুষ্ঠানের জন্য সবার কাছেই সমাদৃত আরটিভি। একসময় প্রিন্ট মিডিয়া গণমাধ্যম হিসেবে সবার কাজে প্রিয় ছিল। অবশ্য তখন প্রিন্ট মিডিয়াই ছিল সবার গণমাধ্যম। সময়ের বিবর্তনে সব কিছুই এগিয়ে চলেছে। পরির্তন এসেছে গণমাধ্যমেও। বেতার তরঙ্গ, ভিজুআল মাধ্যম টেলিভিশন সব কিছুতেই মানুষ আকৃষ্ট হয়েছে। তথ্যপ্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের ধ্যান-ধারণাও পাল্টেছে। মানুষ এখন চায় সব তথ্য-বিনোদন সহজেই হাতের মুঠোয় পেতে। নিজের মত করে। নিজের সুযোগ-সুবিধামত। গণমানুষের এ আকাঙ্খা ও ইচ্ছের প্রতিফলন ঘটেছে গণমাধ্যমেও। আরটিভিও দেশে-বিদেশে তার কোটি কোটি দর্শক ও পাঠকের জন্য ভিজুআল মিডিয়ার পাশাপাশি চালু করেছে অনলাইন ভার্সন Rtvnews24.com

আমাদের লক্ষ্য
নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মানসম্মত অনুষ্ঠানে Rtvnews24.com আপোসহীন। এজন্যই পাঠক ও দর্শকের হৃদয়ে আমাদের অবস্থান শীর্ষে থাকবে সব সময়। দেশ ও দেশের বাইরে যেখানেই ঘটনা সেখানেই আমরা নিয়ে যাব আপনাদের। মানুষ তার হাতের মুঠোয় থাকা সেলফোন কিংবা পিসি থেকেই একই সঙ্গে পড়তে ও দেখতে পাবেন যে কোন সংবাদ।

আমরা কারা
আরটিভি অনলাইন Rtvnews24.com বেঙ্গল মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান। এখানে কাজ করছেন অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল নবীণের সমন্বয়ে একঝাঁক আত্মবিশাসী সংবাদকর্মী। যাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে প্রতিনিয়তই নতুন তথ্য তুলে এনে দর্শক-পাঠকদের তথ্য চাহিদা মেটানো।

কেন আমরা
স্বভাবতই প্রশ্ন দেখা দেয় এতো অনলাইন মিডিয়া থাকতে আরটিভি কেন অনলাইন ভার্সনে এসেছে। প্রথমত এতো টেলিভিশন চ্যানেলের মাঝে আরটিভি সবদিক থেকে একটি স্বতন্ত্র অবস্থানে রয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠানের জন্য আরটিভির প্রতিদ্বন্দ্বী শুধু আরটিভিই। একই কাজ করবে আরটিভি অনলাইনও। দ্বিতীয়ত দেশের অধিকাংশ অনলাইনে সংশ্লিষ্ট সংবাদের স্থিরচিত্রই দেয়া হয়। দ্রুতগতির ইন্টারনেটের যুগে পাঠক চায় সংশ্লিষ্ট সংবাদের ভিডিও দেখতে। আরটিভি অনলাইন পাঠকের সেই চাহিদাও পূরণ করছে। অগ্রসর মানুষের নিত্য তথ্য-বিনোদন সঙ্গী Rtvnews24.com

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
/home/rtvnews24/public_html/templates/web-view/home_page/selected_news.php didn't found. Please create it