• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আর্জেন্টিনার মাঠে গ্যালারি থেকে পড়ে দর্শকের মৃত্যু

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ এপ্রিল ২০১৭, ২২:৩৯

মাঠের ফুটবল নিয়ে গ্যালারিতে থাকা দর্শকদের উত্তেজনা নতুন কিছু না। বিশ্বজুড়ে আর্জেন্টাইন শৈল্পিক ফুটবলের ভক্তের অভাব নেই। আর নিজের দেশের ফুটবল ফ্যানদের অন্যদের সঙ্গে তুলনাও করা সহজ নয়।

দেশটির উত্তরাঞ্চলের শহর করডোভায় মারিও কেমপেস স্টেডিয়ামে খেলা চলছিল বেলেগরানো বনাম করদোবার মধ্যে।

গেলো শনিবার ডার্বি ম্যাচটিতে দু’দলের সমর্থকদের মধ্যে ঝগড়ার ঘটনা এতো দূর গড়ায় যে, গ্যালারি থেকে ফেলে দেয়া হয় এক সমর্থককে। দু’দিন হাসপাতালে থেকে অবশেষে সোমবার মৃত্যু হয় ওই দর্শকের।

সোমবার ক্লাবের পক্ষ থেকে বালবোর মৃত্যুর কথা ঘোষণা করা হয়। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, এর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেয়া হবে যাতে ভবিষ্যতে ফুটবল মাঠে এমন ঘটনা আর না ঘটে।

‘লেটস সেভ ফুটবল’ নামের একটি সংস্থা জানায়, দেশটিতে ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ৪০ জন ফুটবল নিয়ে সহিংসতায় মারা গেছে।

ওয়াই/সি/কে

মন্তব্য করুন

daraz
  • ফুটবল এর পাঠক প্রিয়
X
Fresh