• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফিফা বিশ্বকাপ ২০১৮

শেষ ষোলতে ডেনমার্ক, ফ্রান্স

অনলাইন ডেস্ক
  ২৬ জুন ২০১৮, ২২:৩৫

গ্রুপ ‘সি’ তে খুব বেশি উত্তেজনা না থাকলেও শেষ ম্যাচে এসে উত্তেজনা ছড়ালো ফ্রান্স-ডেনমার্ক ম্যাচ। শেষ পর্যন্ত ‘সি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে নাম লেখালো ফ্রান্স ও ডেনমার্ক।

দুই জয় আর এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হল ফ্রান্স। অন্যদিকে ডেনমার্ক এক জয় ও দুই ড্রতে পাঁচ পয়েন্ট নিয়ে হয়েছে গ্রুপ রানার-আপ।

আজ রাত ৮ টায় অনুষ্ঠিত হয় ‘সি’ গ্রুপের শেষ দুটি ম্যাচ। ফিস্ট স্টেডিয়াম সোচিতে অস্ট্রেলিয়া বনাম পেরুর খেলায় ২-০ গোলের জয় পায় পেরু।

প্রথমার্ধের ১৮ মিনিটে ক্যারিওলা ও ৫০ মিনিটে গুয়েরেরো গোল করেন পেরুর।

অন্য ম্যাচে মুখোমুখি হয় ডেনমার্ক ও ফ্রান্স। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের খেলায় গোল শূন্য ড্র হয় এই ম্যাচ।

ফ্রান্স যদিও আগেই নিশ্চিত করেছিল দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে উঠতে হলে ডেনমার্কের প্রয়োজন ছিল ড্র এবং অস্ট্রেলিয়ার পরাজয়।

যেহেতু অস্ট্রেলিয়া জিততে পারেনি পেরুর বিপক্ষে তাই আর দ্বিতীয় পর্বে যাওয়ার পথটা সহজই হয়ে যায় ডেনমার্কের।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • ফিফা বিশ্বকাপ ২০১৮ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
কঠিন গ্রুপে আর্জেন্টিনা, সহজ গ্রুপে ফ্রান্স
ফ্রান্সে গুগলের ২৫০ মিলিয়ন ইউরো জরিমানা
ফ্রান্সের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ
X
Fresh