• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে সৌম্য নাকি শান্ত?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৭
ছবি: বিসিবি

একজন তামিম ইকবালের ছিটকে যাওয়ার ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশ। নড়বড়ে ওপেনিং যে গোটা ব্যাটিং লাইনআপের ওপর চাপ ফেলছে সেটা গত কয়েক ম্যাচেই স্পষ্ট। তামিমের পরিবর্তে ওপেনিংয়ে সুযোগ দেয়া হয়েছে তরুণ খেলোয়াড় নাজমুল হোসেন শান্তকে।

কিন্তু শান্তও পারছে না এই চাপ সামলে উঠতে। আফগানিস্তানের সঙ্গে দুই ম্যাচে ৬ আর ৭ রান। মাঝে ভারতের বিপক্ষে ৭ রান।

তামিমের সঙ্গী আরেক ওপেনার লিটন দাসও নিজেকে প্রমাণ করতে পারছেন না ঠিকঠাক। গত চার ম্যাচে তার স্কোর ০, ৬, ৭ আর ৪১ করেছিলেন সবশেষ ম্যাচে আফগানদের বিপক্ষে।

ওপেনিংয়ে এমন হতচ্ছাড়া ব্যাটিং দেখে হঠাৎই আরব আমিরাতে উড়িয়ে নেয়া হয় ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে।

দলে যোগ দেয়ার পরের দিনই ছিল আফগানিস্তান ম্যাচ। এই ম্যাচে ইমরুলকে খেলানো হয়েছিল ছয় নম্বরে। তবে দলে সুযোগ হয়নি সৌম্য সরকারের। সুযোগ পেয়েই ইমরুল খেলেন ৭২ রান।

এই ম্যাচে লিটন দাস ৪১ রানের ইনিংস খেললেও আরেক ওপেনার শান্ত করেন ৬ রানে বিদায় নিয়ে টিম ম্যানেজমেন্টকে আবারও সুযোগ করে দেন ওপেনিং নিয়ে ভাববার।

আগামীকাল বুধবার আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনাল খেলতে নামবে বাংলাদেশ।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ যখন পাকিস্তান তখন সৌম্য সরকারকে নিয়ে ভাবাই যায়। কেননা এই পাকিস্তানের বিপক্ষেই সৌম্য করেছিল ক্যারিয়ারের একমাত্র শতক (১২৭)।
-------------------------------------------------------
আরও পড়ুন : পাকিস্তানকে হারিয়ে ফাইনালে খেলার আশা রোডসের
-------------------------------------------------------

সৌম্যর অতীত ইতিহাস আর শান্তর বর্তমান পারফরম্যান্স বিবেচনায় আগামীকালকের ম্যাচে কে দলে থাকছে সেটা সময়ই বলে দেবে।

ছবি: বিসিবি

আপাতত স্টিভ রোডসও এ ব্যাপারে কিছু বলতে চাননি গণমাধ্যমকে। স্টিভ কিছু না বললেও পাকিস্তান ম্যাচের আগে অনুশীলনে দেখা যায় সৌম্য সরকারকে নিয়ে আলাদা করে ব্যস্ত ছিলেন কোচরা।

আরও পড়ুন :

এমআর/সি

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
X
Fresh