• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শাহজাদের শতকে শক্ত প্রতিরোধ আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:২১

এটি তার পঞ্চম আন্তর্জাতিক শতক। এর আগে যে চারটি শতক হাঁকিয়েছিলেন তার সঙ্গে তুলনা করলে আজকে ভারতের বিপক্ষে শত রানের ইনিংসটা নিশ্চয়ই এগিয়ে রাখবেন ৫.৮ ইঞ্চি উচ্চতার ৯০ কেজি ওজনের এই আফগানি ওপেনার।

আজ নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নেমেছে ভারত-আফগানিস্তান। তুলনামূলক সহজ দল হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে ভারত পাঁচটি পরিবর্তন নিয়ে মাঠে নামে।

আর এই সুযোগটা লুফে নিয়েছেন মোহাম্মদ শাহজাদ। একপ্রান্ত আগলে রেখে দেখছিলেন অন্য প্রান্তে উইকেটে আসা যাওয়ার মিছিল। দলীয় ১৮৬ রানের মাথায় আউট হয়ে ফিরে যাওয়ার আগে নিজের নামের পাশে যোগ করেন ১১৬ বলে ১২৪ রান। তার এই লম্বা ইনিংসে ছিল ১১টি চার আর ৭টি ছয়।

এর আগে গত সোমবার বাংলাদেশের বিপক্ষেও খেলেছিলেন অর্ধশত রানের ইনিংস।

গত পরশু বাংলাদেশকে হারাতে পারলে আজকের ম্যাচটা ছিল তাদের জন্য অলিখিত সেমিফাইনাল। কিন্তু ৩ রানে হেরে যাওয়ায় আজকের ম্যাচ পরিণত হয়েছে নিয়ম রক্ষায়।

তবুও আফগানিস্তান গোটা টুর্নামেন্ট জুড়ে যেমন খেলেছে তাতে আজ ভারতেরও আতংকিত না হয়ে উপায় নেই বটে।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে বিদায় করার পর হারিয়েছিল বাংলাদেশকেও।

আরও পড়ুন :

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
X
Fresh