• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব: সৌম্য

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫১

এশিয়া কাপে বাংলাদেশের বাকি আছে আর দুই ম্যাচ। সুপার ফোরের এই দুটি ম্যাচই যে অনেক গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। দুই ম্যাচের একটি আফগানিস্তান আর অন্যটি পাকিস্তানের বিপক্ষে।

এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ।

কিন্তু পরের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে হারতে হয় বড় ব্যবধানে। এরপর ২৪ ঘণ্টার ভেতর আবারও খেলতে হয়েছে বাংলাদেশকে। সেটিও আবার শক্তিশালী ভারতের বিপক্ষে।

এই ম্যাচেও টাইগারদের হার। বলা যায়, আত্মবিশ্বাস তলানিতে নেমেছে।

বলা হচ্ছে, এমন হারের অন্যতম সমস্যা ব্যাটিং। টাইগারদের নিয়মিত ওপেনার তামিম ইকবাল চোট পেয়ে ছিটকে পড়েন প্রথম ম্যাচেই। এরপর তার জায়গায় ডাকা হয় তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্তকে।

আরেক ওপেনার লিটন দাসের সঙ্গে ওপেন করতে নেমে দুই ম্যাচেই ব্যর্থ দুই ওপেনার। এরপরই গতকাল রাতে হঠাৎ দলে অন্তর্ভুক্ত করা হয় দুই বাঁহাতি ওপেনার সৌম্য সরকার আর ইমরুল কায়েসকে।

এই দুজন আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার ফ্লাইটে দেশ ছাড়েন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে।

যাবার আগে সৌম্য তার ফেসবুক ফ্যান পেজে লেখেন, দেশকে প্রতিনিধিত্ব করা সবসময় গৌরবের। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আমাদের জন্য আশীর্বাদ করবেন।

সব ঠিক থাকলে আগামীকাল বিকাল সাড়ে পাঁচটায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন এই দুই ওপেনার।

আরও পড়ুন :

এমআর/সি

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
X
Fresh