• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এপিএলে একই দলে তামিম-মুশফিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৬

আগামী ৫ অক্টোবর থেকে ২৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আফগানিস্তান প্রি‌মিয়ার লিগ (এপিএল)। ১৯দিন ব্যাপী এই টুর্নামেন্টে খেলবে পাঁচটি দল।

অংশগ্রহণ করবে আফগানিস্তানের পাঁচ প্রদেশ কাবুল, কান্দাহার, নঙ্গরহার, পাকতিয়া ও বালখ।

এই টুর্নামেন্টের আজ হচ্ছে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান। বাংলাদেশেরও রয়েছে বেশ কয়েকজনের নাম।

এই তালিকায় নাম রয়েছে পাঁচ বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করা মোহাম্মদ আশরাফুল ছাড়াও রয়েছে তামিম ইকবাল, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, আবুল হাসান রাজু, জুনাইদ সিদ্দিক ও সাইফউদ্দিন।

এরই মধ্যে ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তামিমকে দলে ভিড়িয়েছে নঙ্গরহার দল। একই দলে ঠিকানা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের আরেক তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

নঙ্গরহারের আইকন প্লেয়ার হিসেবে রয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এছাড়াও এই দলে ডাক পেয়েছেন বেন কাটিং কিংবা মুজিব উর রহমানের মতো তারকা ক্রিকেটাররা।

নিজেদের ক্রিকেটের উন্নয়নে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আইপিএল, বিপিএল কিংবা সিপিএলের আদলে আয়োজন করতে যাচ্ছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

আরও পড়ুন :

এমআর/

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘ফোনালাপ ফাঁস’ নিয়ে লাইভে আসছেন তামিম
অধিনায়ক হয়ে ফিরছেন তামিম
এবার তামিমের স্ত্রী আয়েশার আবেগঘন পোস্ট
X
Fresh