• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

৫-০ তে জিতবো কিনা এখনও জানি না: বেয়ারেস্ট্রো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ আগস্ট ২০১৮, ২০:৪৬

পাঁচ ম্যাচের সিরিজে শেষ হয়েছে মাত্র দুই ম্যাচ। বাকি আছে আরও তিন ম্যাচ। এতো আগে ৫-০ ম্যাচে সিরিজ জয়ের কথা বলে পরে হেরে বিপদে পড়তে চান না ইংলিশ উইকেট কিপার-ব্যাটসম্যান জনি বেয়ারেস্ট্রো।

এজবাস্টনে নাটকীয় জয় সফরকারী ভারতের বিপক্ষে। এরপর লর্ডসেও ভারতের বিপক্ষে হেসে খেলে জয় পায় স্বাগতিক দল।

সিরিজের তৃতীয় ম্যাচ ট্রেন্টব্রিজে। এই ম্যাচে হারলে সিরিজ খোয়াবে ভারত। এই ম্যাচে নিশ্চয় জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে তারা।

অন্যদিকে ৩-০ তে এগিয়ে যাবার পালা স্বাগতিকদের সামনে। এই ম্যাচ জিতলে ইংলিশরা চাইতেই পারে ভারতীয়দের ৫-০ তে হারাতে।

কিন্তু ভারতকে হোয়াইটওয়াশ করা নিয়ে এখনই ভাবছেন না বেয়ারেস্ট্রো।

ইংলিশ উইকেট কিপার বলছেন, ঘরের মাঠে কীভাবে খেলতে হয় সেটা আমরা জানি। আমরা নিজের দেশের সুবিধা কাজে লাগিয়েছি। তবে ভারতকে সহজেই হারানো যাবে, এটা বলা যাচ্ছে না। ভারতীয় দল বিশ্বের এক নম্বর টেস্ট দল। এই সিরিজে এখনও তিন ম্যাচ বাকি। এখনই ৫-০ তে সিরিজ জয়ের কথা বলা যাবে না। আবহাওয়া ফের উষ্ণ হয়ে যেতে পারে। সাউদাম্পটন ও ওভালের পিচ শুকনো হয়ে যেতে পারে। আমরা কোনোভাবেই আত্মতুষ্ট হচ্ছি না।

শনিবার থেকে ট্রেন্টব্রিজে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। এরপর খেলতে হবে সাউদাম্পটন আর ওভালে।

বেয়ারেস্ট্রো হোয়াইটওয়াশের স্বপ্ন এখনই না দেখলেও ইংলিশ অধিনায়ক জো রুট স্বপ্ন দেখছেন ৫-০ তে সিরিজ জয়ের।

এমআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আম্পায়ারদের ভুলে বিশ্বকাপ জয় ইংল্যান্ডের!
বিরক্ত হয়ে নিজের নাম বদলে ফেললেন বাটলার
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
X
Fresh