• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিপিএলে এবারও নেই বরিশাল বুলস!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ আগস্ট ২০১৮, ১৯:০৬

বরিশাল অঞ্চলের মানুষদের জন্য নিশ্চয় ভালো খবর নয় এটি। গতবারের ন্যায় এবারও দেশের ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) না খেলার সম্ভাবনা।

গত আসর অর্থাৎ ২০১৭ সালের আসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ব্যাংক গ্যারান্টি না দিতে পারায় শেষ মুহূর্তে বাদ পড়েছিল বিপিএল থেকে। সেবার বরিশালকে বাদ দিয়ে খেলা হয়েছিল ৭ দল নিয়ে।

এবারও তারই ইঙ্গিত দিয়ে রাখলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস।

আজ সোমবার জালাল ইউনুস তার বনানী কার্যালয়ে গণমাধ্যমকে বলেন, এবারও বরিশালের খেলার সম্ভাবনা নেই। গত বছরের মতো সাত দল নিয়েই অনুষ্ঠিত হবে ২০১৯ বিপিএলের আসর।

যদিও এবার আর আর ব্যাংক গ্যারান্টি নিয়ে ঝামেলা নাই তবুও সাত দল নিয়েই হবে বিপিএল।

কেন না, আগামী বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ দল। তাছাড়া বিপিএল শুরু হবে ৫ জানুয়ারি। এক্ষেত্রে আট দল হলে বাড়বে ম্যাচ। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে দরকার বিশ্রামও।

এ নিয়ে জালাল ইউনুস বলেন, নিউজিল্যান্ড সফরের কথা মাথায় রেখেই মূলত ৭ দলের বিপিএল হবে। সূচিও ঠিক থাকবে। আট দল হলে লম্বা হবে সূচিও।

আরও পড়ুন :

এমআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh