• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পরিশ্রমের কমতি নেই আশরাফুলের (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ আগস্ট ২০১৮, ১৬:৫৬

‘এই দিনটার জন্যই আসলে পাঁচটা বছর অপেক্ষা করছিলাম যে কবে আমার সব নিষেধাজ্ঞা উঠে যাবে। যদিও আমি শেষ দুই বছর যাবত ফ্রাস্ট-ক্লাস ও লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছি। কিন্তু ইন্টারন্যাশনাল এবং বিপিএলে খেলার জন্য ১৩ আগস্ট ২০১৮ শেষ সময় ছিল। আল্লাহর রহমতে এই দিনটা শেষ হল। তো আবার আমি সিলেকশনের জন্য এবেল হব বিপিএল ও বাংলাদেশ টিমে খেলার জন্য। শেষ দুই বছর ফিটনেসের জন্য অনেক কাজ করেছি, বিশেষ করে আমি বলব যে শেষ দুই মাসে আমার আট থেকে নয় কেজি ওজন কমেছে। আমি মনে করি ফিটনেস লেভেলও আগের থেকে অনেক ভালো।

অবশ্যই বাংলাদেশ দলে খেলব এই স্বপ্ন পাঁচ বছর আগেও ছিল যে বাংলাদেশের হয়ে খেলবো। আমি আশা করি যে এবারের ফার্স্ট-ক্লাস সিজনটা এবং ডমেস্টিক সিজনটা অনেক ভালো যাবে ইনশাআল্লাহ। ডমেস্টিক প্রিমিয়ার লিগ বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগটা ভালো হয়েছিল।

এই দিনটায় আব্বা থাকলে অনেক বেশি খুশি হতেন। তিনি মারা গেছেন দুই বছর হল। উনাকে মিস করছি।
-------------------------------------------------------
আরও পড়ুন : আশরাফুলের নিষেধাজ্ঞা উঠলো
-------------------------------------------------------

আমি বলব যে ক্রিকেট বোর্ডে সবাই আমাকে প্রচুর সাপোর্ট করেছে। বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে নির্বাচকরা সমর্থন দিয়েছেন শেষ পাঁচটা বছর। আমি সবার কাছে কৃতজ্ঞ।