• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এন্ডারসনে নাস্তানাবুদ ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ আগস্ট ২০১৮, ১০:৩৫

একশ রান পার করা অসম্ভব হয়ে পড়েছিল ভারতের। বলা যায় টেনেটুনে শত রান পার। লর্ডস টেস্টের প্রথম দিন খেলা হয়নি বৃষ্টিতে। দ্বিতীয় দিনও ভেসে যাওয়ার উপক্রম ছিল। এদিন খেলা হয়েছে মাত্র ৩৫.২ ওভার।

এজবাস্টনে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বোলারদের চমকে নিজেদের হাজার তম টেস্ট ম্যাচে জয় পায় ইংলিশরা।

লর্ডসে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। বলা যায় আবহাওয়ার সুবিধাটা ভালো মতোই নিতে পেরেছে স্বাগতিক পেসাররা।
-------------------------------------------------------
আরও পড়ুন : সিরিজ জেতা হলো না বাংলাদেশ ‘এ’ দলের
-------------------------------------------------------

ভারতের শুরুটা হয় শূন্য রানে উইকেট দিয়ে। এন্ডারসনের বলে বোল্ড হয়ে ফিরে যান মুরালি বিজয়। এই যে শুরু, থামানোর সাধ্য কার এন্ডারসনকে!

মাঝে বিরাট কোহলি আর অজিঙ্কা রাহানের ৩৪ রানের জুটি ছাড়া লম্বা জুটি গড়তে দেয়নি এন্ডারসন-ক্রিস ওকসরা।

শেষ দিকে রবি চন্দন অশ্বিনের ২৯ রানই ছিল ভারতের ইনিংসে সর্বোচ্চ রান। কোহলি করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান। বাকিরা ব্যস্ত ছিল আসা যাওয়ার মিছিলে।

১৩.২ ওভার বোলিং করে ৫ মেডেন আর ২০ রান দিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৬তম পাঁচ উইকেট তুলে নেন জেমস এন্ডারসন। আরেক পেসার ক্রিস ওকস নেন ২ উইকেট। ১ উইকেট করে নেন স্টুয়ার্ট ব্রড আর স্যাম কারান।

৩৫.২ ওভারে দশ উইকেটে ১০৭ রান তুলতে পারে সফরকারীরা।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
আম্পায়ারদের ভুলে বিশ্বকাপ জয় ইংল্যান্ডের!
বিরক্ত হয়ে নিজের নাম বদলে ফেললেন বাটলার
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh