• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অপেক্ষার অবসান হচ্ছে আশরাফুলের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ আগস্ট ২০১৮, ২০:৫৪

গুনে গুনে পাঁচ বছর। এই দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসিত ছিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম পোস্টার বয়। যার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে ক্রিকেট। মোহাম্মদ আশরাফুল অনুমতি পাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে এমন খড়গ নেমে আসে আশরাফুলের উপর। ২০১৩ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া রায়ে পাঁচ বছরের জন্য সব রকমের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার কবলে পড়েন এই ডানহাতি ব্যাটসম্যান।

আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছরের হলেও ২০১৬ সালে অনুমতি পান ঘরোয়া লিগে। তবে ঘরোয়া লিগে অনুমতি পেলেও দেশের সবচেয়ে বড় আসর বিপিএলে খেলার অনুমতি দেয়া হয়নি তাকে। যদিও এই কয়েক বছরের ভেতর নিজেকে ফিট রাখার সর্বোচ্চ চেষ্টা করে গেছেন তিনি। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছেন দুর্দান্ত।

-------------------------------------------------------
আরও পড়ুন : শেষ ম্যাচেও মুমিনুলে প্রত্যাশা
-------------------------------------------------------