• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মুমিনুলের ঝড়ো শতকে বড় সংগ্রহের পথে বাংলাদেশ ‘এ’

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ আগস্ট ২০১৮, ১৮:৪৯

আইরিশ ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মুমিনুলের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল এখন আয়ারল্যান্ডে। আজ বুধবার ডাবলিনের ভিনেয়ার্ড গ্রাউন্ডে চলছে সিরিজের চতুর্থ ম্যাচ।

এর আগে প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল বৃষ্টি বাধায়। পরের ওয়ানডেতে জয় পায় বাংলাদেশ। এরপরের ম্যাচ হেরে ১-১ সমতায় আসে সিরিজ।

আজ সিরিজে এগিয়ে যাওয়ার ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আইরিশ ‘এ’ দল।

ব্যাট করতে নেমে ৬ রানের মাথায় উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার মিজানুর রহমান ফেরেন ৪ রান করে।

এরপরেই শুরু হয় অধিনায়ক মুমিনুলের ব্যাটিং তাণ্ডব। আরেক ওপেনার জাকির হাসানের সঙ্গে জুটি বেঁধে তুলে নেন শতক। সঙ্গে অর্ধশতকের ইনিংস খেলেন জাকিরও।

৯৮ বলে ১২৪ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন মুমিনুল। অপর প্রান্তে জাকিরও অপরাজিত আছেন ৯২ বলে ৭৩ রানে।

এখন পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ৩৩ ওভারে ১ উইকেটে ২১৬ রান।

বাংলাদেশ ‘এ’:

মিজানুর রহমান, জাকির হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিথুন. ফজলে রাব্বি, আফিফ হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল আমিন জুনিয়র, সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
X
Fresh