• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পুরনো চোটে ঘা সাকিবের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ আগস্ট ২০১৮, ২২:৩০

অস্ত্রোপচার লাগতে পারে আবার নাও লাগতে পারে। পুরনো ব্যথা নতুন করে দেখা দিয়েছে সাকিবের বাম হাতের কনিষ্ঠ আঙুলে। ব্যথা নিয়েই নাকি খেলা চালিয়ে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে।

চলতি বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কাকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েন টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

এরপর চিকিৎসকের পরামর্শে পুনর্বাসনে ছিলেন বেশ কয়েকদিন। এরপর আবারও মাঠে ফেরেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই ত্রিদেশীয় নিদাহাস ট্রফিতে।

এরপর নিয়মিতই খেলে যাচ্ছেন তিনি। এখন খেলছেন ক্যারিবীয় দ্বীপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। এখানেই বিপত্তি। পুরনো ব্যথা উঁকি দিয়েছে আবারও।

আজ শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

ডা. দেবাশীষ বলেন, সাকিব দ্বিতীয়বারের মতো ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এর আগে অস্ট্রেলিয়াতে গিয়ে নিয়েছিলেন ব্যথানাশক ইনজেকশন। এতেও যদি ব্যথা না কমে তবে অস্ত্রোপচার করতেই হবে তাকে।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভয় পাচ্ছেন জোফরা আর্চার!
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
X
Fresh