• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ জুলাই ২০১৮, ২১:০৪

১৪তম এশিয়া কাপের আসর বসতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এবারের আসর বসার কথা ছিল ভারতে কিন্তু শেষ মুহূর্তে পালটে যায় ভেন্যু।

চলতি বছরের সেপ্টেম্বরে দুবাইতে বসতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটে এবারের আসর। ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২৮ সেপ্টেম্বর।

সবশেষ আসর টি-টোয়েন্টি ফরম্যাটে হলেও এবারের আসর হবে ৫০ ওভারের।

আসরের উদ্বোধনী ম্যাচে ১৫ সেপ্টেম্বর মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিবে ৬টি দল। ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আফগানিস্তান। ‘বি’ গ্রুপে ভারত, পাকিস্তানের সাথে যোগ হবে বাছাই পর্বে খেলে যে দল চ্যাম্পিয়ন হবে।

বাছাই পর্বে অংশ নিবে স্বাগতিক আরব আমিরাত, হংকং, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ওমান।

এর আগে গত ১৩ আসরে ৬ বার চ্যাম্পিয়ন হয় ভারত, ৫ বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। বাকি দুইবার পাকিস্তান। দুইবার ফাইনাল খেলে বাংলাদেশ।

সবশেষ ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আসরেও চ্যাম্পিয়ন হয় ভারত। সেবার ফাইনাল ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
X
Fresh