• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সফলতা নিয়ে দেশে ফিরেছে সালমা বাহিনী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জুলাই ২০১৮, ১৭:১৫

প্রায় এক মাসের লম্বা সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই এক মাসে শুধু সফলতাই ছিল। ব্যর্থতা শুধু আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হার।

এছাড়া সবই সুখস্মৃতি। ২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জয়।

এরপর নেদারল্যান্ডসে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন।

একে একে গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতে সেমি ফাইনালে স্কটল্যান্ডকে হারিয়ে ফাইনালে সেই আয়ারল্যন্ডের মুখোমুখি হয় বাংলাদেশ।

এখানেও মেয়েদের জয়। সব মিলে দারুণ কিছু করে দেখিয়েছে মেয়েরা।

আজ সোমবার সকালে দেশে ফিরে শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পান উষ্ণ অভ্যর্থনা।

মেয়েদের স্বাগত জানাতে উপস্থিত থাকেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সহ আরও অনেকে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
X
Fresh