• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টেস্ট র‍্যাংকিংয়ে পতন বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুলাই ২০১৮, ১৫:৪৯

ক্যারিবীয় দ্বীপে হতাশার টেস্ট সিরিজ। সে হতাশার ছাপ পড়েছে বাংলাদেশের টেস্ট র‍্যাংকিংয়ে। সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই হেরে হোয়াইটওয়াশ।

বাংলাদেশ দল টেস্ট সিরিজ শুরু করেছিল র‌্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজের উপরে থেকে। কিন্তু এন্টিগায় প্রথম ম্যাচে হার আড়াই দিনেরও কম সময়ে। জ্যামাইকায়ও একই হাল। এই টেস্টে হার কিছুটা উন্নতি নিয়ে তিন দিনের কাছে গিয়ে।

সিরিজ শুরুর আগে ৩ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ৭২ পয়েন্ট নিয়ে ছিল র‌্যাংকিংয়ে ৯ নম্বরে।

সিরিজ শেষে ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে টপকে গেল ক্যারিবীয়রা। ৮ পয়েন্ট হারিয়ে ৬৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯ নম্বরে।

যদিও নয় থেকে নিচে নামার কোনও সম্ভাবনা নেই আপাতত। কেননা ১০ নম্বরে থাকা জিম্বাবুয়ের আছে মাত্র ২ পয়েন্ট।

এদিকে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা দল সফর করছে শ্রীলংকায়। গলে প্রথম টেস্ট জিতে পাকিস্তানকে টপকে গেছে লঙ্কানরা।

১২৫ পয়েন্ট নিয়ে বরাবরের মতো ১ নম্বরে ভারত। ১১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বব্যাংকের ৭০ বিলিয়ন ডলারের ফান্ড ঘোষণা, সুবিধা পেতে পারে বাংলাদেশও
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
মিয়ানমারে গৃহযুদ্ধ : একদিনে বিজিপির আরও ২৪ সদস্য বাংলাদেশে
ধর্ম-কর্মে সময় কাটছে চিত্রনায়ক মেহেদির
X
Fresh