• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মাশরাফি ভাইকে হারানো! সম্ভব না: তামিম

স্পোর্ডস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ জুলাই ২০১৮, ১৯:৪১

ক্রিকেটের জনপ্রিয় সাইট ক্রিকইনফোতে দেয়া সাক্ষাতকারে ২৫ টি প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। ক্রিকইনফোর করা প্রশ্নগুলো মজার হলেও তামিমের উত্তরে বেরিয়ে আসে অনেক অজানা তথ্য।
আরটিভি অনলাইন পাঠকদের জন্য তুলে ধরা হল পুরো সাক্ষাতকারটি।
চট্টগ্রামে লাঞ্চ করার জন্য প্রিয় রেস্টুরেন্ট?
-দম ফুঁক
ড্রেসিংরুমের পরিবেশ হালকা রাখতে আপনি কি রাখবেন?
-মিউজিক
আপনার রান্না করা সবচেয়ে মজার খাবার কোনটি?
- স্মু্দিস
নিত্য দিনের অনুশীলনে সবচেয়ে অপছন্দের জিনিস কোনটা?
-ওয়ার্ম আপ
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কে বেশিরভাগ সময় মোবাইল ফোনে সময় দেয়?
-সবাই!
বাংলাদেশে পাড়ার ক্রিকেটের সবচেয়ে কমন নিয়ম কোনটা?
-আপনি যদি সীমানার বাইরে ছয় মারেন তাহলে আউট, তবে শুধুমাত্র সোজা ছয় মারতে পারবেন।
এমন কোনো পছন্দের ব্যক্তি যার সাথে দেখা করতে চান?
-ক্রিশ্চিয়ানো রোনালদো ও রজার ফেদেরার
টেস্ট ম্যাচে ব্যাটিং করার সময় দুই বলের মাঝে যে সময় থাকে তখন কি চিন্তা করেন?
-প্রতিবার নতুন করে শুরু করার চেষ্টা করি। আশেপাশে তাকাই এরপর আবার মনোযোগ দেই।
আপনাকে নিয়ে মুভি হলে, আপনার চরিত্রে কাকে দেখতে পছন্দ করবেন?
- অবশ্যই সালমান খান
যারা ক্রিকেট বুঝে না, তাদের ক্রিকেট বোঝাতে আপনি কি করেন?
-আমি যদি আমেরিকানদের ক্রিকেট বোঝাতে যাই তাহলে ক্রিকেটকে বেসবলের সাথে মেলানোর চেষ্টা করি এবং তাদের জন্য ব্যাপারটা আরও কঠিন করে ফেলি তালগোল পেঁচিয়ে।
আউট হওয়ার সবচেয়ে বিরক্তিকর উপায় কোনটি?
- রান আউট
আপনাকে যদি সুপার পাওয়ার দেয়া হয় তাহলে আপনি সেটা দিয়ে কি করবেন?
- প্রতি বলে ছক্কা হাঁকাতাম
ছয় মারার প্রথম শর্ত কি?
-শতভাগ নিশ্চিত থাকতে হবে যে আপনি এই বলে ছক্কা মারবেন।
আপনার ক্যারিয়ারের সেরা ছয় কোনটি?
-জহির খানকে হাঁকানো ২০০৭ বিশ্বকাপের সেই ছয়।
আপনার পছন্দের ছুটি কাটানোর স্থান কোনটি?
-লন্ডন
ক্যারিয়ার শেষে কোন রেকর্ডটা আপনি নিজের করে রাখতে চান?
- দেশের পক্ষে তিন ফরম্যাটেই সর্বোচ্চ রান সংগ্রাহক।
বাংলাদেশি বিরিয়ানির পরে কোন দেশের বিরিয়ানি বেশি সেরা মনে করেন?
-ভারতের
আপনার ফোনের কোন অ্যাপ্সটা বেশি ব্যবহার করেন?
-হোয়াটসঅ্যাপ
কখনো কি নিজের পরিচয় গোপন রেখে বাইরে ঘোরাফেরা করেছেন?
- হ্যা। কেউ যদি এসে জিজ্ঞেস করে আপনি তামিম ইকবাল? আমি বলি, ‘না’। তখন তারা বলে দেখতে তামিমের মতোই (হাসি)
নদীতে সাতার প্রতিযোগিতায় কি মাশরাফিকে হারাতে পারবেন?
- নো চান্স!
ব্যাটিং শুরুর সময় কোন গান শুনতে পছন্দ করবেন?
- আমি তেমন গান শুনি না। ব্যাটিংয়ের সময় আমি খুবই নার্ভাস থাকি। বিশেষ করে প্রথম বলে। প্রথম বল খেলার পরে আমি স্বাভাবিক ব্যাটিং করা শুরু করি।
ব্যাটসম্যানরা বোলারদের চেয়ে ঠাণ্ডা থাকে কিভাবে?
- সম্ভবত ব্যাটসম্যানরা বেশি সেন্সিবল।
আপনি যখন টিভিতে খেলা দেখেন, তখন স্টাম্পের মাইকে কার গলা শুনতে পছন্দ করেন?
- মহেন্দ্র সিং ধোনি
আপনি ডায়েট শুরু করার পর কোন খাবারটা লুকিয়ে লুকিয়ে খেয়েছেন?
-চিকেন রোস্ট
ক্যাচ ড্রপ হওয়ার পর বাংলাদেশি কোন বোলারের রিয়্যাকশন কপি করতে পারেন?
- ক্যাচ ড্রপ হওয়া নয়, ক্যাচ আকাশে ওঠার সময় তাসকিনের রিয়্যাকশন পারি। বল আকাশে উঠতেই সে দুই হাত জোর করে প্রার্থনা শুরু করে। ক্রিকেটের প্রতি অনেক বেশি প্যাশনেট তাসকিন। তাই সে নিজের কোন উইকেট নষ্ট হোক চায় না। এটা আমার খুবই মজা লাগে।
এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
X
Fresh