• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রাহি-মিরাজে দুর্দান্ত শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ জুলাই ২০১৮, ২১:৫৭

গতকাল বৃহস্পতিবার জ্যামাইকার স্যাবাইনা পার্কে দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে সাকিব আল হাসান সিদ্ধান্ত নিয়েছিলেন আগে বোলিং করার। দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ জ্যামাইকার লোকাল হিরো। তিনি জানেন, এখানে কী করতে হবে।

ম্যাচ শুরুর দু’দিন আগে জ্যামাইকার একটি স্থানীয় পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে ওয়ালশ বলেছিলেন, স্যাবাইনা পার্ক পেসারদের স্বর্গ।

ওয়ালশ এমনটি বললেও ইনিংসের প্রথম ওভার আবু জায়েদ রাহীকে দিয়ে করালেও সাকিব আল হাসান দিনের বেশিরভাগ সময় ব্যবহার করিয়েছেন স্পিনারদের। দিনশেষে ওয়েস্ট ইন্ডিজ ২৯৫ রান তুলতে পারলেও উইকেট পেয়েছিলেন স্পিনাররাই।

প্রথম দিনে ১১০ রানের ইনিংস খেলে মেহেদী মিরাজের বলে কাটা পড়েন ক্রেইগ ব্রেথওয়েট। অর্ধশতক হাঁকিয়ে ৮৪ রানে প্রথম দিন শেষ করেন শিমরন হেটমেয়ার। দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন আগের দিনে দুই অপরাজিত ব্যাটসম্যান হেটমেয়ার ও রোস্টন চেজ।

তবে টিকতে পারেননি বেশিক্ষণ। দিনের দ্বিতীয় ওভারে আবু জায়েদ রাহির পঞ্চম বলে উইকেট কিপার নুরুল হাসানের কাছে ক্যাচ দিয়ে ফিরে যান হেটমেয়ার। আগের দিনের ৮৪ রানের সাথে যোগ করেন মাত্র ২ রান।

এরপর ৯৮.১ ওভারের মাথায় রাহির করা বলে কাটা পড়েন রোস্টন চেজ। তার ব্যাটে আসে ২০ রান। এরপর ১০৫তম ওভারে তাইজুলের করা বলে শেন ডওরিচ ক্যাচ দিয়ে ফেরেন প্যাভিলিয়নে।

তাইজুলের পরের ওভারেই জোড়া আঘাত হানেন মিরাজ। পর পর দুই উইকেট নিয়ে চতুর্থবারের মতো ৫ উইকেট নেন এই টাইগার অলরাউন্ডার।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৯ উইকেটে ৩১৯ রান।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোববার যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে 
মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
তাপপ্রবাহে ‘অতি উচ্চঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা জিম্বাবুয়ের
X
Fresh