• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জাতীয় দলের ছাপ ‘এ’ দলেও

স্পোর্টস রিপোর্ট, আরটিভি অনলাইন

  ১০ জুলাই ২০১৮, ১৮:৪৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে টাইগারদের ভরাডুবি। লজ্জার টেস্ট শেষ হয়েছিল মাত্র আড়াই দিনে। জাতীয় দলের পাশাপাশি চলছে ‘এ’ দলের খেলা।

সফরকারী শ্রীলংকা ‘এ’ দলের বিপক্ষে তিনটি চারদিনের ম্যাচের প্রথমটি হয় ড্র, পরের ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। তৃতীয় ও শেষ ম্যাচ চলছে সিলেটে।

আজ সকালে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মোহাম্মদ মিথুন।

লঙ্কানদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে উইকেট দিয়ে আসার প্রতিযোগিতা চলে বাংলাদেশ শিবিরে।

জাতীয় দল থেকে বাদ পড়া নিয়মিত ওপেনার সৌম্য সরকারের সাথে ওপেন করতে এসেছিলেন সাদমান ইসলাম।

সৌম্য এদিনও ব্যর্থ। তার ব্যাটে আসে মাত্র ১৪ রান। চট্টগ্রামে প্রথম ম্যাচেও ব্যর্থ ছিলেন ২৫ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার।

টপ অর্ডারে নড়বড়ে ব্যাটিংয়ের পর মিডল অর্ডারে কিছুটা স্বস্তি আনে জাকির হাসান। তার ব্যাটে আসে ৬৬ বলে ৪২ রান।

এরপর আবারও লাইনচ্যুত ব্যাটিং লাইন আপের লাগাম ধরার চেষ্টা করেন লোয়ার অর্ডারে ব্যাট করতে আসা সানজামুল ইসলাম ও নাইম হাসান। সানজামুল করেন ৪১ আর নাইম করেন ২২ রান।

সব মিলে ৬২.৩ ওভার ব্যাট করে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ দাঁড়ায় সব উইকেট হারিয়ে ১৬৭ রান।

লঙ্কানদের হয়ে ৩টি করে উইকেট পান শিহান জয়সুরিয়া, মালিন্দা পুষ্পকুমার ও প্রবাথ জয়সুরিয়া।

বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করেছে লঙ্কান ‘এ’ দল।

ওপেনার শিহান জয়সুরিয়া অপরাজিত আছেন ৫৩ রানে।

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ১টি করে উইকেট নেন সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও নাইম হাসান।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
X
Fresh