• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

তিন বিভাগেই হেরেছি আমরা: সাকিব

অনলাইন ডেস্ক
  ০৭ জুলাই ২০১৮, ১৭:৫৮

এন্টিগা টেস্ট কখনও ভোলার নয়। আপনি ভুলে যেতে চাইলেও ইতিহাস আপনাকে বারবার মনে করিয়ে দেবে এই ম্যাচের কথা।

কেননা, প্রথম ইনিংসে দ্বিতীয় দ্রুততম সময়ে অলআউট হওয়ার লজ্জা ক্রিকেটের রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে। ১১২ বলের ওই ইনিংসে ১০ উইকেটে মাত্র ৪৩ রান সংগ্রহ করতে পেরেছিল বাংলাদেশ।

প্রথম ইনিংসে যা তা, পরের ইনিংসেও একই কথা। মাঝে বোলিংয়েও অসহায় আত্মসমর্পণ। সব মিলে সোয়া দুদিনে ম্যাচ হেরেছে টাইগাররা। ইনিংস আর ২২৯ রানের বরাতে দেশের মাটিতে সবচেয়ে বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

দলের এমন পরাজয়ের দায়ভার তো নিশ্চিতভাবেই অধিনায়কের কাঁধে পড়ে। সাকিব আল হাসানও আর বাদ যাবেন কেন। লজ্জাজনক পরাজয়ে ব্যথিত সাকিবও।

সাকিবের ভাষায় দল তিন বিভাগেই ব্যর্থ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনোটাতেই নিজেদের সেরাটা দিতে পারেনি। এতকিছুর পরও সাকিব আশা দেখাচ্ছেন জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট নিয়ে।

‘আমরা তিনটি বিভাগেই পরাজিত হয়েছিলাম। দ্বিতীয় টেস্টের আগে ৫ দিন সময় আছে। এর ভেতর আমরা আমাদের দুর্বলতাগুলো নিয়ে কাজ করবো। এমন অবস্থা থেকে বের হওয়া যদিও খুবই কঠিন তবুও আমরা চেষ্টা করবো। আমাদের মানসিকভাবে এই পাঁচ দিনের ভেতর প্রস্তুত করতে হবে এবং প্রস্তুত হতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজ নিজেদের মাটিতে গত কদিন আগেই শ্রীলঙ্কাকে হারিয়েছে। নিজেদের মাটিতে ক্যারিবীয়রা অপ্রতিরোধ্য বলা চলে। সেখানে বাংলাদেশ টেস্ট খেলতে গেছে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে।

এ নিয়ে সাকিব বলেন, এটা খুবই কঠিন ছিল। আমরা জানতাম এটা কঠিন হয়ে যাচ্ছে। এখন আমাদের প্রথম ম্যাচের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী পাঁচ দিন কাজ করতে হবে।

দলের এমন হতাশার সময়েও খানিক আলো ছড়িয়েছিলেন উইকেট কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। দলনেতা অবশ্য সোহানকে কৃতিত্ব দিতেও ভোলেননি।

‘সোহান নিঃসন্দেহে অসাধারণ খেলেছে। এতসব ব্যর্থতার ভিড়ে সে নিজেকে তুলে ধরেছে, এর জন্য তাকে কৃতিত্ব দিতেই হবে। আশা করি, সে ভবিষ্যতেও ভালো কিছু উপহার দেবে।’

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোট দিতে পারছেন না একঝাঁক তারকা
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
নেসলের শিশুখাদ্য নিয়ে ভয়াবহ তথ্য
X
Fresh