• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পাক-ভারতের ফিক্সিং ফাঁদে অস্ট্রেলিয়াও!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ মে ২০১৮, ১৮:১৮

আল জাজিরা টিভির দেয়া একটি ফুটেজে আবারও সরগরম হয়ে উঠেছে আন্তর্জাতিক ক্রিকেট। ‘অ্যা ডকুমেন্টারি অন ক্রিকেট করাপশন’ নামের এই অনুষ্ঠানে আল জাজিরা তুলে ধরেছে গত তিন বছরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের কয়েকটি পাতানো ম্যাচের খবর।

আল জাজিরার দেয়া ওই ভিডিও ফুটেজে বলা হচ্ছে- গত ৩ বছরে ভারতীয়রা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচে ফিক্সিং করেছিল। যার দুটি টেস্ট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ভারতের মাটিতে। আরেকটি পাতানো ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই মাঠে।

এ ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও আশ্বাস দিয়ে জানিয়েছে, আইসিসিকে সব রকমের সহযোগিতা করবে।

২০১৭ সালের ১৬ মার্চ রচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের যে টেস্ট ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা উঠেছে সেই ম্যাচ নিয়ে বলা হচ্ছে, ফিক্সারদের বেঁধে দেয়া নির্দিষ্ট সময়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা তুলনামূলক কম রান করেছে। এখানে অস্ট্রেলীয় দুজন ব্যাটসম্যানের নামও তারা নির্দিষ্ট করেছে। যদিও এই দুজনের ছদ্মনাম ব্যবহার করা হয়েছে অনুষ্ঠানে।