• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে ফিরছেন মুমিনুল!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ আগস্ট ২০১৭, ১৭:২৬

ম্যাচ জেতার পর মূলত উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামে বাংলাদেশ দল। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। দলে ফেরার সম্ভাবনা রয়েছে দেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান মুমিনুল হকের।

বৃহস্পতিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

দ্বিতীয় টেস্টের জন্য চট্টগ্রামে যাবার আগে তিনি জানিয়েছেন, দলের প্রয়োজনে একাদশে পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে ফিরতে পারেন মুমিনুল।

দুই ম্যাচের সিরিজের প্রথমটির জন্য ১৪ জনের প্রাথমিক স্কোয়াডে মুমিনুলের নাম না থাকায় ব্যাপক সমালোচনায় পড়তে হয় বিসিবিকে। এমনকি সরাসরি প্রশ্নের মুখেও পড়েন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

পরের দিন মোসাদ্দেক হোসেনের চোখের ইনজুরির কারণে ১৪ জনের দলে জায়গা পান মুমিনুল। যদিও মূলত একাদশে ছিলেন না তিনি।

অপরদিকে ওপেনার সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির হোসেন ও নাসির হোসেনের ব্যাটিং পারফরমেন্স নিয়েও চলছে সমালোচনা।

দলের সেরা দুই ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসান ছাড়া কেউ উল্লেখযোগ্য রান পাননি। এখন সবাই অপেক্ষায় আছেন কেমন হতে পারে চট্টগ্রাম টেস্টের মূল একাদশ।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে এয়াকুবনগর বস্তিতে আগুন
চট্টগ্রামে অয়েল মিলের আগুন নিয়ন্ত্রণে 
চট্টগ্রামে অয়েল মিলে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
X
Fresh