• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো করার সামর্থ্য আছে আমাদের’ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ০৫ আগস্ট ২০১৭, ১৯:৫৮

অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো কিছু করার জন্য বাংলাদেশ দলের সবাই মরিয়া হয়ে আছে। আর সেই সামর্থ্য বাংলাদেশ দলের আছে। এরইমধ্যে আমরা তা প্রমাণ করেছি। বললেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

শনিবার চট্টগ্রামে শুরু হওয়া বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্পের প্রথমদিনের অনুশীলন শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।

তাসকিন বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি।

এদিন সকাল ১০টা থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের ব্যাট-বলের অনুশীলন শুরু হয়।

এ কন্ডিশনে রিভার্স সুইং বোলারদের জন্য অস্ত্র হতে পারে উল্লেখ করে তাসকিন বলেন, রিভার্স সুইং নিয়ে আমরা বিশেষভাবে কাজ করছি।

তিনি জানান, অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্টে ভালো কিছু করতে পারলে ক্রিকেট বিশ্বে সম্মানজনক অবস্থান হবে আমাদের।

অস্ট্রেলিয়ার সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজের একটি চট্টগ্রামে হচ্ছে। আর ওই ম্যাচটিকে কেন্দ্র করেই ভেন্যুতেই ৭ দিনের ক্যাম্প করছেন মুশফিক-তামিমরা। মূলত উইকেট ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই এ ক্যাম্প আয়োজন। এখানে ৯ থেকে ১১ আগস্ট তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলে আবারো ঢাকায় ফিরবে ক্রিকেট দল।

দুই টেস্ট সিরিজ খেলতে ১৮ আগস্ট বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ২২ আগস্ট ফতুল্লায় দুই দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু করবে তারা।

২৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে।

২০০৬ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর আর কখনো বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়া। চলতি মাসে যে সফরসূচি রয়েছে, তা আসলে গেলো বছর মাঠে গড়ানোর কথা ছিল।

কিন্তু নিরাপত্তা ঝুঁকির অজুহাতে সেবার সফর বাতিল করে অস্ট্রেলিয়া।

ডিএইচ/ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিনিধি দলের ঢাকা সফর
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার মৃত্যু
সিডনিতে শপিং মলে হামলা : প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ বর্ণনা
সিডনিতে শপিংমলে হামলা, নিহত ৭
X
Fresh