• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রোটিয়াদের নিয়ন্ত্রণে ট্রেন্ট ব্রিজ টেস্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুলাই ২০১৭, ১৩:২৫

দু’দিনেই ট্রেন্ট ব্রিজ টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে সফরকারী দল দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে প্রোটিয়াদের লিড দাঁড়িয়েছে ২০৫ রানে। হাতে এখনো ৯ উইকেট।

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে সফরকারীদের ৩৩৫ রানের জবাবে প্রথম ইনিংসে ২০৫ রানেই গুটিয়ে যায় ইংলিশরা। সর্বোচ্চ ৭৮ রান করেন দলপতি জো রুট।

ক্রিস মরিস ও কেশব মহারাজ তিনটি করে এবং ভারনন ফিল্যান্ডার ও মরনে মরকেল নেন দুটি করে উইকেট।

১৩০ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা।

১ উইকেটে ৭৫ রান তুলে শেষ করে দ্বিতীয় দিন। ডিন এলগার ৩৮ ও হাশিম আমলা ২৩ রানে অপরাজিত আছেন।

বড় লক্ষ্য ছুঁড়ে দিতে রোববার চারটায় তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবে এ দু’জন।

দক্ষিণ আফ্রিকা দল:

ডিন এলগার, হেইনো কুন, হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), টেম্বা বাভুমা, ভারনন ফিল্যান্ডার, ক্রিস মরিস, কেশভ মহারাজ, মরনে মরকেল, ডুয়ানে অলিভিয়ের।

ইংল্যান্ড দল :

অ্যালিস্টার কুক, কিয়াটন জেনিংস, গ্যারি ব্যালেন্স, জো রুট (অধিনায়ক), জনাথন বেয়ারস্টো, বেন স্টোকস, মঈন আলী, লিয়াম ডওসন, স্টুয়ার্ট ব্রড, মার্ক উড, জেমস অ্যান্ডারসন ।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৭ বিশ্বকাপের ৮ ভেন্যু চূড়ান্ত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh