• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের
মুজিবের পরিবর্তে যাকে দলে ভেড়ালো কলকাতা
চলতি আইপিএলের প্রথম ম্যাচে হায়দ্রাবাদকে চার রানে হারিয়ে আসর শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। এরপরই দুঃসংবাদ পেয়েছে দলটি। ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন আফগান তারকা স্পিনার মুজিব উর রহমান। তাই মুজিবের অভাব পূরণের জন্য আরেক আফগান তরুণকে দলে নিয়েছে শাহরুখ খানের দল। ১৬ বছর বয়সী আল্লাহ গাজানফারকে দলে ভিড়িয়েছে তারা।  বৃহস্পতিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে গাজানফারকে দলে নেওয়ার কথাটি নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতেই দলে নিয়েছে আফগান এই স্পিনারকে। চলতি মাসের শুরুতে আয়ারল্যান্ড সিরিজে ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় গাজানফারের। এই স্পিনার খেলেছেন মাত্র ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজে দুই ম্যাচের একাদশে জায়গা পেলেও কোনো উইকেট পাননি। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও জায়গা হয়নি তার। তবে গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন গাজানফার। ১৬.৭৫ গড়ে নিয়েছিলেন ৮ উইকেট। এখন পর্যন্ত ৬টি লিস্ট ‘এ’ ম্যাচে এই অফ স্পিনারের শিকার ৪ উইকেট। ৩ টি-টোয়েন্টিতে তার উইকেট ৫টি। এর ৪টিই পান তিনি এক ম্যাচে।  
আইপিএলের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
পরাগের দুর্দান্ত ফিফটিতে জিতল রাজস্থান
শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে যে বার্তা সাকিবের
প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত
চট্টগ্রাম টেস্টের আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ
পিঠের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার পেসার কাসুন রাজিথা। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। সিলেট টেস্টে পিঠের ইনজুরিতে পড়েন রাজিথা। এরপর চিকিৎসা নিয়ে ওই অবস্থায় খেলা চালিয়ে যান তিনি। ইনজুরি নিয়ে ম্যাচের প্রথম ইনিংসে ৩ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন এই পেসার। ম্যাচে ১১২ রানে ৮ উইকেট নিয়ে বাংলাদেশের বিপক্ষে ৩২৮ রানের বিশাল জয়ে বড় অবদান রাখেন তিনি। বিবৃতিতে এসএলসি জানিয়েছে, পিঠের বাঁ-পাশের ওপরের দিকের ইনজুরিতে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না রাজিথা। পুনর্বাসন শুরু করতে দেশে ফিরবেন তিনি। এদিকে রাজিথার বদলি হিসেবে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েছেন পেসার আজিথা ফার্নান্দো। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রথম টেস্ট এবং পুরো সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। কিন্তু ইনজুরি থেকে দ্রুত সুস্থ হওয়ায় দ্বিতীয় টেস্টের দলে তাকে নেওয়া হয়েছে। দেশের হয়ে ১৩ টেস্টে ৪১ উইকেট শিকার করেছেন আজিথা। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচে ১৩ উইকেট আছে তার। ২০২২ সালে বাংলাদেশ সফরে চট্টগ্রাম টেস্টের এক ইনিংসে তিনটি এবং ঢাকা টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৪ ও ৬ উইকেট নেন এই পেসার। চট্টগ্রাম টেস্ট ড্র হলেও মিরপুরে ম্যাচসেরা আজিথার বোলিং নৈপুণ্যে ১০ উইকেটে জিতেছিল শ্রীলঙ্কা। উল্লেখ্য, সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী শনিবার থেকে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে সফরকারীরা।
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
দীর্ঘদিন পর বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজে লঙ্কানদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিলেট টেস্টে ভরাডুবির পর বাংলাদেশের সামনে এবার ঘুরে দাঁড়ানোর মিশন।  আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। এবার এই ম্যাচের জন্য টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামেও সর্বনিম্ন ১০০ টাকার বিনিময়ে টেস্ট ম্যাচটি দেখা যাবে। স্টেডিয়ামের ওয়েস্টার্ন স্ট্যান্ডের জন্য টিকিটের এই মূল্য নির্ধারণ করেছে বিসিবি। অন্যদিকে দর্শকদের সর্বোচ্চ গুনতে হবে এক হাজার টাকা, রুফটপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে এই অর্থ খরচ করতে হবে দর্শকদের। ২০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ড টিকিট পাবেন দর্শকরা। ৩০০ টাকায় ক্লাব হাউজ এবং ৫০০ টাকায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিট কেটে খেলার দেখার সুযোগ থাকছে দর্শকদের সামনে। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। এ ছাড়া জাতীয় পরিচয়পত্র ও সচল একটি মোবাইল নম্বর ব্যবহার করে যে কেউই অনলাইনে টিকিট কিনতে পারবেন। একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ দুটি টিকিট কেনা যাবে। আর অনলাইনে টিকিট কেনার পর কালেকশন বুথ থেকে তা সংগ্রহ করা যাবে।
শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন সাকিব
মাসখানেক আগেই বাংলাদেশ দলের সব ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান সাকিব আল হাসান। এরপর সবকিছু বিবেচনায় নাজমুল হোসেন শান্তর কাঁধে আগামী এক বছরের জন্য লাল-সবুজের অধিনায়কত্ব দেয় দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-বিসিবি।  দায়িত্ব পেয়েই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছেন তিনি। তবে শান্তর নেতৃত্বেই টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে সিলেট টেস্টে হেরেছে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সেখানে সাকিবের কাছে শান্তর অধিনায়কত্ব নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে সাবেক এই দলপতির মন্তব্য, সবার সাপোর্ট পেলে অসাধারণ লিডার হয়ে উঠবেন শান্ত। সাকিবের ভাষ্যমতে, খুবই আর্লি স্টেজ, কিন্তু আমি সিউর বিসিবি ওকে (শান্ত) লং টার্মের কথা চিন্তা করেই দিয়েছে এবং ওর (শান্ত) শুরুটা খুবই ভালো হয়েছে, কিছু রেজাল্ট ওর পক্ষে এসেছে; যেটা ওকে সাহায্য করবে আরও বড় হতে। সবার সাপোর্ট থাকলে আমার ধারণা ও অসাধারণ একজন লিডার হবে। এদিকে লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রামে টেস্ট দিয়ে প্রায় এক বছর পর এই ফরম্যাটে ফিরছেন সাকিব। সবকিছু ঠিকঠাক থাকলেও আজই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। এর আগে, ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ব্যাটে-বলে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছেন সাকিব।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির
ঘরের মাঠে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। চরম ব্যাটিং বিপর্যয়ে এই সিরিজের সবকটি ম্যাচই হয়েছে একপেশে।  সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৯৭ ও ৯৫ রানে গুটিয়ে যাওয়ার পর তৃতীয় ও শেষটিতে মাত্র ৮৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ফলে সিরিজজুড়ে অজিদের সহজ জয়ে ৩-১ ব্যবধানে ধবলধোলাই হওয়ার ‘প্রথম’ অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। সীমিত ওভারের ফরম্যাট শেষে টাইগ্রেসদের সামনে এবার টি-টোয়েন্টি সিরিজ। ২০ ওভারের ফরম্যাটের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজে সবশেষ ওয়ানডে স্কোয়াডে থাকা তিন ক্রিকেটার ফারজানা হক পিংকি, দিশা বিশ্বাস এবং নিশিতা আক্তার নিশির জায়গা হয়নি। তাদের বদলে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন এবং দিলারা আক্তার দোলা নতুন করে ডাক পেয়েছেন। আগামী ৩১ মার্চ, ২ ও ৪ এপ্রিল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। দুপুর ১২টা থেকে টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে। বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা আক্তার লিসা, ফারিহা ইসলাম, শরিফা খাতুন, দিলারা আক্তার দোলা। স্ট্যান্ড বাই : লতা মণ্ডল, নিশিতা আক্তার নিশি।  
৫২৩ রানের রেকর্ডময় ম্যাচে মুম্বাইকে হারালো হায়দ্রাবাদ
চলতি আইপিএলের অষ্টম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন্সদের নিয়ে রীতিমতো উড়িয়ে দিয়েছে আগের ম্যাচে কলকাতার বিপক্ষে ৪ রানে হেরে যাওয়া দলটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে মুম্বাইকে রানে ৩১ হারিয়েছে হায়দ্রাবাদ। সেই সঙ্গে আসরের প্রথম জয়ের দেখা পেয়েছে দলটি। বুধবার (২৭ মার্চ) আগে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সকে পাহাড় সমান ২৭৮ রানের লক্ষ্য দিয়েছিল হায়দ্রাবাদ। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলতে পারে মুম্বাই। এতে ইতিহাস গড়া ৫২৩ রানের ম্যাচে ৩১ রানে জয় পেয়েছে হায়দ্রাবাদ। এর আগে কোনো ম্যাচে আইপিএলে দুই ইনিংসে ৫০০ রানের উর্ধ্বে হয়নি। এর আগে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ২৬৩ রানের। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সেই রেকর্ড ১১ বছর টিকেছিল। এই ম্যাচে ১৩০ রানে হেরেছিল পুনে।   এদিন মুম্বাইয়ে বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন অজি তারকা ব্যাটার ট্রাভিস হেড। ১৩ বলে ১১ রানকে মায়াঙ্ক আউট হলে হেডকে সঙ্গ দেন অভিষেক শর্মা। দুজনেই ফিফটি তুলে নেন। হেড ৬২ রান এবং শর্মা ২৩ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন। এরপর এইডেন মারক্রামকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে হেইনরিচ ক্লাসেন। ২৩ বলে ফিফটি তুলে নেন এই তারকা ব্যাটার।  শেষ পর্যন্ত মারক্রামের ২৮ বলে ৪২ রান এবং ক্লাসেনের ৩৪ বলে টর্নেডো ইনিংসে ভর করে ২৭৭ রানের ইতিহাস গড়া পুঁজি পায় সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক পান্ডিয়া, জেরাল্ড কোয়েটজি  এবং পিয়ুস চাওলা একটি করে উইকেট নেন। পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ওপেনার রোহিত শর্মা এবং ইশান কিষান। তবে ইনিংস বড় করতে পারেনি কেউই। ১৩ বলে ৩৪ রান করে ইশান আউট হলে ১২ বলে ২৬ রান করে তাকে সঙ্গ দেন রোহিত। তৃতীয় উইকেটে তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন নামান ধীর। ১৪ বলে ৩০ রানের ইনিংস খেলে ধীর আউট হলেও ২৪ বলে ফিফটি তুলে নেন তিলক। ৩৪ বলে ৬৪ রানের ইনিংস খেলে এই বাঁহাতি ব্যাটার আউট হলে ছন্দ হারায় মুম্বাই। ২০ বলে ২৪ রানে আউট হন হার্দিক পান্ডিয়া। তবে ব্যাট চালাতে থাকেন টিম ডেভিড। শেষ পর্যন্ত টিম ডেভিডের ২২ বলে ৪২ রান এবং রোমারিও শেইফার্ড ৬ বলে ১৫ রানের ভর করে পাঁচ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলতে পারে মুম্বাই। এতে ৩১ রানের জয় পায় হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্যাট কামিন্স এবং উনাদকাট দুটি করে উইকেট নেন। এ ছাড়াও এক উইকেট নেন শাহবাজ আহমেদ।
বেঙ্গালুরুর রেকর্ড ভেঙে আইপিএলে হায়দ্রাবাদের ইতিহাস
চলতি আসরের উদ্বোধনী ম্যাচে জয়ের কাছে থেকে খালি হাতে ফিরতে হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদকে। ৪১২ রানের ম্যাচে কলকাতার কাছে ৪ রানে হেরেছিল তারা। তবে সেই হারের ক্ষোভ যেনো উগড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডও গড়েছে কামিন্সের দল। বুধবার (২৭ মার্চ) আগে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে পাহাড় সমান ২৭৮ রানের লক্ষ্য দিয়েছে হায়দ্রাবাদ। এর আগে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ২৬৩ রানের। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সেই রেকর্ড ১১ বছর টিকেছিল। সেই ম্যাচে ১৭৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। মুম্বাইয়ে বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন অজি তারকা ব্যাটার ট্রাভিস হেড। ১৩ বলে ১১ রানকে মায়াঙ্ক আউট হলে হেডকে সঙ্গ দেন অভিষেক শর্মা। দুজনেই ফিফটি তুলে নেন। হেড ৬২ রান এবং শর্মা ২৩ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন। এরপর এইডেন মারক্রামকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে হেইনরিচ ক্লাসেন। ২৩ বলে ফিফটি তুলে নেন এই তারকা ব্যাটার।  শেষ পর্যন্ত মারক্রামের ২৮ বলে ৪২ রান এবং ক্লাসেনের ৩৪ বলে টর্নেডো ইনিংসে ভর করে ২৭৭ রানের ইতিহাস গড়া পুঁজি পায় সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক পান্ডিয়া, জেরাল্ড কোয়েটজি  এবং পিয়ুস চাওলা একটি করে উইকেট নেন।
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
ভারত বিশ্বকাপের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে অধিনায়কত্ব ছেড়েছিলেন বাবর আজম। তার পরিবর্তে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় শাহিন শাহ আফ্রিদিকে। নিউজিল্যান্ড সিরিজে তার নেতৃত্বে ৪-১ ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে যোগ্য এবং স্থায়ী কাউকে খুঁজছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  তাই আবারও পাকিস্তান দলের অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে বাবর আজমকে। মূলত বর্তমান পিসিবি প্রধান মহসিন নাকভির পছন্দ বাবরকে, তাই ‍গুঞ্জন উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাবরকে অধিনায়ক হিসেবে বেঁছে নিতে পারে পিসিবি। গত ১২ মার্চ টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলে পিসিবি। তখনই নতুন অধিনায়ক বানানোর ইঙ্গিত দেয় বোর্ড। টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ানও। তবে বাবরের উপরেই বেশি ভরসা করছে পিসিবি। পুনরায় দায়িত্ব গ্রহণের আগে বোর্ডকে কিছু শর্ত দিয়েছেন বাবর আজম। এমনটাই দাবি করছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো। ক্রিকেট পাকিস্তান তাদের একটি প্রতিবেদনে নিশ্চিত করেছে, বাবরের শর্তগুলো মানা হলেই কেবল দায়িত্ব নেবেন তিনি। তার অধিনায়ক হওয়ার বিষয়টি এক প্রকার চূড়ান্ত, বাকি কেবল আনুষ্ঠানিক ঘোষণা।